হবু বউ কৌশাম্বী কি আদৃতের থেকে বয়সে বড়? রইল বয়সের ফারাক
Adrit-Kaushambi: রিল লাইফে আদৃতের থেকে বয়সে বড় দেখানো হয়েছিল কৌশাম্বীকে, আর বাস্তবে? তিনি কি আদৃতের থেকে বয়সে বড়? জেনে নিন বিস্তারিত।

পর্দায় আদৃত রায়ের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বী চক্রবর্তীকে। তবে রিল আর রিয়েল যে সবসময় মিলেমিশে এক হয়ে যায় না তাঁর উদাহরণ হলেন ওঁরা। যে ছিলেন পর্দার দিদিয়া আর কিছু দিন পর তাঁর গলাতেই মালা দিতে চলেছেন কৌশাম্বী। রিল লাইফে আদৃতের থেকে বয়সে বড় দেখানো হয়েছিল কৌশাম্বীকে, আর বাস্তবে? তিনি কি আদৃতের থেকে বয়সে বড়? জেনে নিন বিস্তারিত।
এক দশকের বেশি সময় আগে পর্দায় হাতেখড়ি হয়েছিল কৌশাম্বীর। ছোটবেলা থেকেই পরিবারে শিল্প সাহিত্য চর্চার চল ছিল তাঁর। অভিনেত্রী জন্মেছেন ১৯৯৬ সালের ১৪ জুলাই। এই মুহূর্তে তাঁর বয়স সাড়ে সাতাশ বছর। আদৃত কিন্তু কৌশাম্বীর থেকে বয়সে মোটেও ছোট নন। এমনকি কৌশাম্বীর পরেই অভিনয় জগতে আসা তাঁর। আদৃত জন্ম নিয়েছেন ১৯৯২ সালের ২৫ মে। বিয়ের কিছু দিন পরেই জন্মদিন তাঁর। ৩০ ছাপিয়ে গিয়েছেন নায়ক ইতিমধ্যেই। আদৃতের থেকে চার বছরেরও বেশি ছোট কৌশাম্বী।
যদিও পর্দায় দিদির চরিত্রে অভিনয় করায় বারেবারেই ‘এজ শেমড’ অর্থাৎ বয়স নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। অনেকেই মনে করেছিলেন বাস্তবেও বুঝি আদৃতের থেকে বড় তিনি। ‘বুড়ি’, ‘মাসিমা’– ইত্যাদি নানা কুৎসিত মন্তব্যে বারেবারেই ভরে উঠেছে তাঁর সামাজিক মাধ্যম। সমাজের বেঁধে দেওয়া নিয়ম– ‘বউ ছোট, বর বড়’– এই ভাবনা থেকেই বারেবারে ধ্বস্ত হতে হয়েছে। যদিও নিজেদের প্রেমকে কোনওদিনই সামনে আনেননি কৌশাম্বী অথবা আদৃত কেউই।তবে যত দিন গিয়েছে ততই তাঁদের সম্পর্ক আর গোপনে থাকেনি। আগামী ৯ মে এক হতে চলেছেন তাঁরা। ধুমধাম করে হবে বিয়ের অনুষ্ঠান। টলিপাড়ার অনেক শিল্পীদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। যদিও মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু এই অনুষ্ঠানে হাজির হন কিনা সে দিকেই নজর সকলের।
