অনিন্দিতার ‘প্রথম অধ্যায়’ অতীত, দর্শনার সঙ্গে কেনা ফ্ল্যাটের কী নাম দিলেন সৌরভ?
দ্য বিয়ে করা সৌরভের মন জুড়ে এখন দর্শনা বণিক। পাকা সংসারীর মতো নিজেদের স্বপ্নের বাড়ি সাজিয়েছেন সৌরভ ও দর্শনাও। অনিন্দিতা ও সৌরভের ফ্ল্যাটের নাম ছিল 'প্রথম অধ্যায়'। আর দর্শনা-সৌরভ?

বড় সাধ করে প্রাক্তন প্রেমিকা অনিন্দিতা বসুর সঙ্গে কলকাতার বুকে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন অভিনেতা সৌরভ দাস। প্রেম ভেঙেছে। তাই সে বাড়িও এখন আলাদা। সদ্য বিয়ে করা সৌরভের মন জুড়ে এখন দর্শনা বণিক। পাকা সংসারীর মতো নিজেদের স্বপ্নের বাড়ি সাজিয়েছেন সৌরভ ও দর্শনাও। অনিন্দিতা ও সৌরভের ফ্ল্যাটের নাম ছিল ‘প্রথম অধ্যায়’। আর দর্শনা-সৌরভ? তাঁরা তাঁদের বাড়ির নাম দিয়েছেন ‘প্রথমা’। দুই ক্ষেত্রে প্রথমের উপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের। তা নিয়ে হয়েছে অল্প রসিকতাও।
সে যাই হোক। গত মাসের ডিসেম্বরে ধুমধাম করে বিয়ে করেন সৌরভ ও দর্শনা। বিয়ের পর হনিমুনে যাননি তাঁরা। দু’জনেরই রয়েছে কাজের চাপ। সব মিটে গেলে তবেই হবে মধুচন্দ্রিমা। আপাতত এমনটাই পরিকল্পনা তাঁদের।
View this post on Instagram
