AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসুস্থ শরীর নিয়েই শুটিং সেটে দিতিপ্রিয়া, আবেগঘন বার্তা জীতুর

দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের এই পারস্পরিক সম্মান ও সমর্থন এখন দর্শকমহলে অন্যতম আলোচ্য বিষয়। অনেকে বলছেন, পর্দায় যেমন ‘অপর্ণা’-র পাশে থাকে নায়ক, বাস্তবেও ঠিক তেমনই দাঁড়িয়েছেন জীতু। অসুস্থতার মধ্যেও পেশার প্রতি দিতিপ্রিয়ার নিষ্ঠা এবং সহ-অভিনেতার আন্তরিকতা, সকলের নজর কাড়ে। 

অসুস্থ শরীর নিয়েই শুটিং সেটে দিতিপ্রিয়া, আবেগঘন বার্তা জীতুর
| Edited By: | Updated on: Oct 19, 2025 | 2:32 PM
Share

জীতু কামাল ও দিতিপ্রিয়া রায়, ধারাবাহিকের সুবাদে বেশ কয়েকবার তাঁরা খবরের শিরোনামে উঠে এসেছে। এর আগে বিবাদ, আর এবার তাঁদের পোস্টে সহকর্মীর আবেগ। বহুদিন ধরে নাকের হাড়ের সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। দিতিপ্রিয়ার এই লড়াইয়ে যেমন অনুরাগীরা মুগ্ধ, তেমনই তাঁর পাশে দাঁড়িয়েছেন পর্দার নায়ক জীতু কমলও।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আবারও ফিরেছেন ‘অপর্ণা’ চরিত্রে দিতিপ্রিয়া। তবে দর্শকেরা লক্ষ্য করেছেন, আগের মতো সেই দ্যুতি যেন আর নেই—মুখে ক্লান্তির ছাপ, শরীরে দুর্বলতা। এই নিয়ে যখন নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে, তখনই শনিবার রাতে অভিনেত্রী নিজেই প্রকাশ্যে এনেছেন সত্যিটা। তিনি লেখেন, “সম্প্রতি আমার অস্ত্রোপচার হয়েছে। নাকের ভিতরে সেলাই এবং সিলাস্টিক শিট নিয়ে শুটিং করছি। কথা বলা বা হাসা কঠিন, তবু আপনাদের ভালবাসার জন্যই কাজ করছি।”

অভিনেত্রীর এই পোস্টে দেখা মাত্রই অনুরাগীদের ভালবাসায় ভরছে কমেন্টবক্স। যা নজর এড়ালো না জীতুর। এর কিছুক্ষণের মধ্যেই জীতু কমল নিজের প্রোফাইলে দিতিপ্রিয়ার পোস্টটি শেয়ার করে নেন এবং লেখেন, “দ্রুত সুস্থ হও, সহযোদ্ধা।” পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে লেখেন, “দু’এক দিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফিরবে তাঁর আগের শক্তি ও হাসি নিয়ে। সবাই পাশে থাকবেন।”

দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের এই পারস্পরিক সম্মান ও সমর্থন এখন দর্শকমহলে অন্যতম আলোচ্য বিষয়। অনেকে বলছেন, পর্দায় যেমন ‘অপর্ণা’-র পাশে থাকে নায়ক, বাস্তবেও ঠিক তেমনই দাঁড়িয়েছেন জীতু। অসুস্থতার মধ্যেও পেশার প্রতি দিতিপ্রিয়ার নিষ্ঠা এবং সহ-অভিনেতার আন্তরিকতা, সকলের নজর কাড়ে।