AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোলন রায়ের গাড়ি পার্কিংয়ে ডুবে গেল, দিনভর টলিপাড়ার সমস্যায় শিল্পীরা

একদিনের বৃষ্টিতে দিনভর নাজেহাল অবস্থা হলো টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের। এদিন জনসাধারণ যে সমস্যায় ভুগলেন, অভিনেতা-অভিনেত্রীদেরও পড়তে হলো, সেই ধরনের সমস্যার মুখে। শহর এমন জলমগ্ন, পার্কিংয়ে রাখা গাড়ি ডুবে গিয়েছে। সেই গাড়ি এরপর ঠিকমতো চলবে কিনা, তা নিয়ে চিন্তায় অনেকে।

দোলন রায়ের গাড়ি পার্কিংয়ে ডুবে গেল, দিনভর টলিপাড়ার সমস্যায় শিল্পীরা
| Edited By: | Updated on: Sep 23, 2025 | 6:13 PM
Share

একদিনের বৃষ্টিতে দিনভর নাজেহাল অবস্থা হলো টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের। এদিন জনসাধারণ যে সমস্যায় ভুগলেন, অভিনেতা-অভিনেত্রীদেরও পড়তে হলো, সেই ধরনের সমস্যার মুখে। শহর এমন জলমগ্ন, পার্কিংয়ে রাখা গাড়ি ডুবে গিয়েছে। সেই গাড়ি এরপর ঠিকমতো চলবে কিনা, তা নিয়ে চিন্তায় অনেকে। অভিনেত্রী দোলন রায় একটা ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তাঁর গাড়ির প্রায় জানলা পর্যন্ত জল উঠে গিয়েছে। তিনি বললেন, ”গাড়ির মধ্যে অনেক জিনিস ছিল। কী হবে বুঝতে পারছি না।”

সকালবেলা ভারতলক্ষ্মী স্টুডিয়ো ছিল অনেকটাই ফাঁকা। সেখানে শুটিং করতে আসার জন্য কেউ দু’শো টাকা রিক্সা ভাড়া দিয়েছেন, তারপর পরিচিত কারও গাড়িতে উঠে বহু কষ্টে পৌঁছেছেন শুটিং ফ্লোরে। সেখানেই ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের জন্য শুটিং করছিলেন সাইনা চট্টোপাধ্যায়। সাইনা বললেন, ”আমি থাকি খুব কাছে বিল্ডিংয়ে। তবে লিফট বন্ধ হয়ে গিয়েছে। সেটা আবার কখন ঠিক হবে এখনই বোঝা যাচ্ছে না।” প্রযোজনা সংস্থার তরফে জানা গেল, অভিনেতা সোমরাজ মাইতি গাড়ি চালিয়ে শুটিংয়ে আসার সময়ে বেশ সমস্যায় পড়েছেন।

মূলত তিনটে কারণে দিনভর ভুগলেন টলিপাড়ার শিল্পীরা। কারও বাড়ির নীচে এক হাঁটু জল। সেই জল না নামলে গাড়ি নিয়ে বেরোতে পারলেন না। যাঁরা শুটিংয়ে পৌঁছাতে পারলেন, তাঁরা যাত্রাপথে নানা ধরনের সমস্যায় পড়লেন। কারও আধঘণ্টার রাস্তা পেরোতে দু’ ঘণ্টা সময় লেগে গেল। বাংলা ছবির প্রচার বাতিল করতে হলো কিছু শিল্পীকে। দুর্গাপুজো চারটে ছবির মুক্তি রয়েছে এই সপ্তাহে। তার প্রচারপর্ব অনেকটাই বিঘ্নিত হলো এদিন।

পুজোতে চারদিন ছুটি থাকার কারণে ব্যাঙ্কিংয়ের চাপ রয়েছে। তার মধ্যে শহর এমন জলমগ্ন হয়ে থাকার কারণে ২৪ তারিখ আর ২৫ তারিখ কী করে বিভিন্ন শুটিং হবে, তাই নিয়ে এখন চিন্তা। চতুর্থী-পঞ্চমীতে বিভিন্ন পুজো উদ্বোধনে হাজির থাকেন তারকারা। খোঁজ নিয়ে জানা গেল, সেগুলো যাতে বিঘ্নিত না হয়, তার চেষ্টা চালাচ্ছেন আয়োজকরা।