AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আগেও বলেছি, আবার বলছি…’, কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে কী বললেন প্রসেনজিৎ?

বহু দেশবিদেশের ছবি এই চলচ্চিত্র উৎসবে যেমন এসেছে, ঠিক তখনই পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে তাঁর কিছু ছবিও রাখা হয়েছে তালিকায়। পরিচালক সত্যজিৎ রায়ের বহু ছবির সঙ্গে প্রিয়া সিনেমা হলে চলেছে 'অরণ্যের দিনরাত্রি'।

'আগেও বলেছি, আবার বলছি...', কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে কী বললেন প্রসেনজিৎ?
| Edited By: | Updated on: Nov 10, 2025 | 4:58 PM
Share

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে রমরমিয়ে। বহু দেশবিদেশের ছবি এই চলচ্চিত্র উৎসবে যেমন এসেছে, ঠিক তখনই পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে তাঁর কিছু ছবিও রাখা হয়েছে তালিকায়। পরিচালক সত্যজিৎ রায়ের বহু ছবির সঙ্গে প্রিয়া সিনেমা হলে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’। টলিপাড়ার বহু অভিনেতা পরিচালকের সঙ্গে এই ছবি দেখতে গিয়েছিলেন টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

পরবর্তীতে নন্দনে যখন তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি বলেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে সেই ছোটবেলার সম্পর্ক। কত ছবি দেখেছি। আসলে আমাদের সময়ে তো ডিজিটাল যুগ ছিল না। তাই এই ফেস্টিভ্যালের দিকে তাকিয়ে থাকতাম। দেশবিদেশের বহু ছবি দেখেছি। সেখান থেকেই শেখার চেষ্টা করেছি। এখন বহু ছবি অনলাইনে দেখার সুযোগ আছে। তবে এখন দেখছি বহু ছবি রেস্টোরেশন করা হচ্ছে, এই যেমন অনেক বছর পর বড়পর্দায় অরণ্যের দিনরাত্রি দেখলাম। ভেবেছিলাম কিছুক্ষণ দেখে চলে যাব। আগে অনেকবার দেখা ,তবে ঝকঝকে প্রিন্ট দেখে বসে গেলাম, কিছুতেই উঠতে পারলাম না।”

তিনি আরও বলেন, “যাঁদের স্ক্রিনে দেখছিলাম, তাঁদের কোলে পিঠে মানুষ হয়েছি, কতকিছু শিখেছি। অনেকের সঙ্গে পরে কাজও করেছি। রবি জ্যেঠু থেকে শুরু করে সকলকে মিস করছিলাম, কত পুরানো কথা মনে পড়ে যাচ্ছিল। ফেস্টিভ্যালের চেয়ারম্যান গৌতমদাকে (ঘোষ) ধন্যবাদ, দারুণ-দারুণ নতুন ছবি এসেছে এবার। গৌতমদা ছাড়া এটা অন্য কারও কাজ হতেই পারে না। আগেও বলেছি, আবার বলছি, দাদা এই বিষয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। উপযুক্ত এই কাজের জন্য।”