AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার ছবি হিট হোক বা ফ্লপ…’, ‘কিংডম’ মুক্তির আগে কী বললেন বিজয়?

গৌতম তিন্নানুড়ি পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ৩১ জুলাই। গৌতম তিন্নানুড়ি এর আগে ‘জার্সি’-র মতো সুপারহিট ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন। এবার তাঁর পরিচালনায় ‘কিংডম’ ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে।

'আমার ছবি হিট হোক বা ফ্লপ...', 'কিংডম' মুক্তির আগে কী বললেন বিজয়?
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 2:52 PM
Share

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার ছবি ঘিরে গোটা দেশ জুড়ে যেন শুরু হয়েছে উৎসবের মরসুম। বহু প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে অনুরাগীদের মনে। বুঝতেই পারছেন, কথা হচ্ছে ‘কিংডম’ ছবি নিয়ে। গৌতম তিন্নানুড়ি পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ৩১ জুলাই। গৌতম তিন্নানুড়ি এর আগে ‘জার্সি’-র মতো সুপারহিট ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন। এবার তাঁর পরিচালনায় ‘কিংডম’ ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে।

ছবির প্রচারে এসে অনুরাগীদের এই উচ্ছ্বাস দেখে বেজায় খুশি অভিনেতাও। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘কিংডম’-এর প্রি-রিলিজ ইভেন্ট। সেখানেই বিজয় দেবরাকোন্ডা সকলের উদ্দেশে বলেন, “আমার ভক্তদের নিয়ে না বললে নয়। ওরা আমার কাছে ঈশ্বরপ্রদত্ত উপহার। আমার ছবি হিট হোক বা ফ্লপ, ওদের ভালবাসা কোনওদিন কমেনি। এবার শুধু আমি নই, ভক্তরাও ‘কিংডম’ নিয়ে ভীষণ আশাবাদী। ওরা নিজেরাই বলছে, এইবার হিট পাকা।”

তিনি আরও বলেন, “এই ছবিতে আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি। আগামী দু’দিনের মধ্যেই সিনেমা হলে দেখা হবে। আপনারা ছবিটা কেমনভাবে নেবেন তা নিয়ে মনে একটু ভয়, একটু উত্সুকতা মনে রয়েছে! কিন্তু বিশ্বাসও আছে, আত্মবিশ্বাসও আছে—আমরা একটা ভাল সিনেমা তৈরি করেছি। এটা শুধু আমার নয়, এটা গৌতম তিন্নানুড়ি ও অনিরুদ্ধ রবিচন্দ্রনের কঠোর পরিশ্রমের ফল।”

এই ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে নায়িকা ভাগ্যশ্রী বোর্সে। গুরুত্বপূর্ণ এক চরিত্রে রয়েছেন অভিনেতা সত্যদেব। সিনেমার সঙ্গীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দ্রন। প্রি-রিলিজ ইভেন্টে তিনি বলেন, “নাগা বামসি আমার কাছে টেলুগু সিনেমার গুরু। আমার গান হিট হলেই ওঁর মুখে হাসি দেখি। আমি ইতিমধ্যেই সিনেমাটা দেখে ফেলেছি। প্রত্যেকের অভিনয় অসাধারণ। বিশেষ করে এডিটর নবীন নূলি—আমি মনে করি উনি দেশের সেরা এডিটরদের মধ্যে একজন।”

৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কিংডম’। এখন দেখার, বিজয় দেবরাকোণ্ডা তাঁর ভক্তদের প্রতিশ্রুতি কতটা সফলভাবে রক্ষা করতে পারেন।