রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি, এক সঙ্গে অনেক সময় কাটানো। অবসাদ কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বারে বারে জানিয়েছিলেন, বিশ্বাস করে ঠকতে হয়েছিল তাঁকে। রণবীর কাপুরের সঙ্গে সহবাসের সম্পর্ক নিয়ে মুখ খুলতে বিন্দুমাত্র পিছু পা হননি তিনি। জানিয়েছিলেন রণবীর কাপুর বারে বারে শারীরিক সম্পর্কের টানে তাঁর কাছে আসতেন, আর তিনি তা বুঝতে না পারায় বারে বারে ঠকতে হয়েছিল তাঁকে।
দীপিকা আরও জানিয়েছিলেন, তাঁর কাছে শারীরিক সম্পর্কের সংজ্ঞাটার ছিল আলাদা। নিজেকে উজার করে কাউকে ভালবাসাটা অপরাধ নয় বলেই মনে করেন নায়িকা। আর দীপিকার কথায়, শারীরিক সম্পর্ক কেবল তাঁর কাছে ফান মোমেন্ট নয়। বরং আবেগও বটে। মানসিকভাবেও একজনের সঙ্গে একাত্ম হওয়া। এতে যদি ঠকতে হয়, তাঁর কথায় তিনি ভুল কিছু করেননি। যে সম্পর্কে ছিলেন, তার সঙ্গে তিনি ন্যায় করছিলেন মাত্র। এর বাইরে তখন কিছুই ভাবেননি দীপিকা। যদিও পরবর্তীতে তা নিয়ে আক্ষেপ করতে পিছু পা হননি। এক সাক্ষাৎকারে দীপিকার চোখ বেয়ে নেমে এসেছিল জল। কাঁদতে শুরু করে জানিয়েছিলেন, এর থেকে একা থাকা অনেক বেশি সুখের।
বর্তমানে তা অতীত, অবসাদ কাটিয়ে এখন তিনি দিব্য আছেন সিনেদুনিয়ার ওপর সুপারস্টার রণবীর সিং-এর সঙ্গে। বর্তমানে রণবীর কাপুরের সঙ্গেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই সেলেব। কথা বলেন, যোগাযোগও হয়। অতীত এখন মলিন।