মাত্র ১৬ বছরেই বিয়ে ডিম্পলের, সে সময় রাজেশ খান্নার বয়স কত ধারণা আছে?
প্রায় ৮ বছর একসঙ্গে ছিলেন ওঁরা। এরপর আলাদা থাকতে শুরু করেন। যদিও অফিসিয়াল বিচ্ছেদ হয়নি তাঁদের। তাঁদের দুই সন্তান টুইঙ্কল ও রিঙ্কি।
‘মেরে স্বপ্নো কি রানি কব আয়েগি তু’– ভেবেছিলেন ফিল্মি দুনিয়ার মতো তাঁর জীবনটাও এমন রঙিন। তবে বিয়ের কিছু বছরের মধ্যেই সেই ভুল ভেঙে গিয়েছিল ডিম্পল কাপাডিয়ার। সম্পর্কে বিষিয়ে যেতে শুরু করে ক্রমাগত, পরিণাম, রাজেশ খান্নার সঙ্গে তাঁর বিচ্ছেদ। জানেন কি যখন ডিম্পল রাজেশ খান্নাকে বিয়ে করেন তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর। আর রাজেশ? তাঁর কত বয়স ছিল তখন ধারণা আছে?
বয়সে ডিম্পলের থেকে অনেকটাই বড় ছিলেন রাজেশ খান্না। যে সময় ডিম্পলের সঙ্গে তাঁর বিয়ে হয় তখন রাজেশ খান্না বছর ৩১-এর। প্রথম দিকে সব কিছু ভালই চলছিল তবে কিছু বছর যেতে না যেতেই রাজেশের কেরিয়ার স্তব্ধ হতে শুরু করে। আর তারপরেই শুরু হয় অশান্তি। যা শেষ হয়েছিল বিশ্রীভাবে। স্ত্রীর উপর অভিনয় না করার শর্ত চাপান রাজেশ খান্না যা মেনে নিতে পারেননি ডিম্পল। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মিথ্যে বলছি না আমি খুব ছোট ছিলাম। যা ছবিতে দেখানো হত তাই সত্যি ভেবে ফেলেছিলাম।”
প্রায় ৮ বছর একসঙ্গে ছিলেন ওঁরা। এরপর আলাদা থাকতে শুরু করেন। যদিও অফিসিয়াল বিচ্ছেদ হয়নি তাঁদের। তাঁদের দুই সন্তান টুইঙ্কল ও রিঙ্কি। ৯০-এর দশকে টুইঙ্কল অভিনয় জগতে পা রাখলেও বেশিদিন সেই জীবন অনুসরণ করেননি। অক্ষয় কুমারকে বিয়ে করেছেন। এখন তিনি বই লেখেন।