কথায় বলে টাকার জন্য মানুষ কী না করতে পারে! সত্যি কি তাই! নিজের সহ্যের বাইরে গিয়ে একজন স্টার নিজেকে কতটা ভেঙে ফেলতে পারে, তার উদাহরণ সিনে দুনিয়ায় গুচ্ছের। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ ইমরান হাসমিও। তিনি প্রতিটা পদে পদে যেভাবে নিজের হট হোজ দিয়ে সকলের ঘুম কেড়েছেন, উষ্ণ আবেদনে মন জয় করেছেন, তাঁর বিপরীতে থাকা অভিনেত্রীকে নিয়ে সমস্যা!
এমনটাই ঘটেছিল ইমরানের সঙ্গে। ইমরান হাসমির সঙ্গে চুমুর দৃশ্য এক কথায় একে অন্যের পরিপুরক। আর তাই তাঁকে বিভিন্ন ছবিতে বিভিন্ন অভিনেত্রীকে চুমু খেতে দেখা গিয়েছে। তার মধ্যে কিছু স্মৃতি সুন্দর, আর কিছু স্মৃতি নিঃসন্দেহে বড়ই কঠিন। ইমরানের স্মৃতিতে থাকা সবথেকে ভাল চুমু পার্টনার ছিলেন মল্লিকা। ভিগে হোঁট তেরে… গানটি আজও সকলের মনে ঝড় তোলে।
তবে একবার এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। অভিনেত্রীর মুখে বিকট গন্ধ। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন সবটাই থরে থরে সাজানো, উপায়! অগত্যা সহ্য করেই চুমু খেতে হয়েছিল সেদিন ইমরানকে। তবে সেই অভিনেত্রীর নাম তিনি প্রকাশ্যে আসতে দেননি। বারে বারে সেই নাম জানতে চাওয়ার সত্ত্বেও সংবাদ মাধ্যমের সামনে তিনি নাম স্পষ্ট করেননি। বুঝতেও দেননি তিনি কে! সবটা আজও গোপন।
যদিও দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ইমরান হাসমির ছবির ধরন। একের পর এক ভাল চিত্রনাট্যের খোঁজ রয়েছে জারি। অক্ষয় কুমারের সঙ্গে সেলফি তাঁর আগামী ছবি। প্রশ্ন উঠছে অজয় দেবগণকে নিয়েও। আবারও বহু স্টার এই সকল সংস্থাকে ‘হ্যাঁ’ বলে দেন, কেবল মাত্র তাঁদের পকেট গরম করার জন্য। এবার আর সেই পথে হাঁটলেন না ইমরান।