‘কোন মেয়ে চায়…’, ধর্মেন্দ্রকে বিয়ে করে সুখী নন হেমা? এ কী বললেন…

Dec 17, 2024 | 10:00 AM

Hema Malini: একটা সময়ের পর মনের কোণে জমে থাকা বিভিন্ন রাগ অভিমান সকলের মন থেকে মুখে চলে আসে। ২০২৩ সালে তেমনই এক খবর সকলের নজর কেড়েছিল, যখন শোনা যায় ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশের সঙ্গে থাকছেন।

কোন মেয়ে চায়..., ধর্মেন্দ্রকে বিয়ে করে সুখী নন হেমা? এ কী বললেন...

Follow Us

হেমা মালিনী, বলিউডের তিনি ড্রিম গার্ল। যাঁর মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের চর্চিত এই জুটি যে একটা সময় রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও জুটি বাঁধবে, তা অনেকেই অনুমান করে উঠতে পারেননি। কারণ ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। তবে একটা সময় পর হেমা মালিনী ও ধর্মেন্দ্র এক সঙ্গে থাকা সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম স্ত্রীকে ফেলে নয়, পরিবারে তাঁর জায়গা বজায় রেখেই নতুন সংসার পেতেছিলেন ধর্মেন্দ্র। তবে একটা সময়ের পর মনের কোণে জমে থাকা বিভিন্ন রাগ অভিমান সকলের মন থেকে মুখে চলে আসে। ২০২৩ সালে তেমনই এক খবর সকলের নজর কেড়েছিল, যখন শোনা যায় ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশের সঙ্গে থাকছেন।

ধর্মেন্দ্র নাকি হেমা মালিনির সঙ্গে থাকছেন না, খবরের সত্যতা যাচাই করতে ছা়ড়েননি। এক সাক্ষাৎকারে হেমাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, কেউ এমনটা চাইবে না, তবে এমনটা হয়। আপনাকে এটা মেনে নিতে হতে। নয়তো কেউ চাইবে না যে এভাবে তাঁর জীবনটা কাটুক। প্রতিটা মেয়ে চেয়ে থাকেন একটা সংসার, স্বামী সন্তান। একটা সাধারণ পরিবার। কিন্তু সব ক্ষেত্রে এমনটা নাও হতে পারে।

তারপর থেকেই অনেকেই বুঝেছিলেন হেমা মালিনীর মনের অবস্থা। যদিও ধর্মেন্দ্রর পরিবার এভাবে সাজানো। তিনি কোনওদিন কোনওটা ফেলে এগিয়ে যেতে চাননি। যদিও তাঁর প্রথম পক্ষের সন্তান অর্থাৎ ববি দেওলের ওপর ভীষণ খারাপ প্রভাব পড়েছিল। বাবার সঙ্গে তাঁর দিন দিন সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। যদিও একচা সময়ের পর তা আবার স্বাভাবিক হয়ে যায়।

Next Article