AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বচ্চন পরিবারের বউ হলে…’, ঐশ্বর্যের ওপর কোন শর্ত চাপান জয়া?

এক সাক্ষাত্‍কারে এসে জয়া জানিয়েছিলেন পুত্রবধূর থেকে তাঁর কোনও আশা নেই। স্টুডিয়ো পাড়ায় আলোচনা, তাঁদের মধ্যে কোনও দিনই নাকি সম্পর্ক ভাল নয়। কেন ঐশ্বর্যকে পছন্দ করেন না জয়া?

'বচ্চন পরিবারের বউ হলে...', ঐশ্বর্যের ওপর কোন শর্ত চাপান জয়া?
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 6:02 PM
Share

গত এক বছর ধরে খবরের শিরোনামে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বৈবাহিক জীবন জায়গা করে নিয়েছে। শোনা যায়, তাঁরা নাকি ১৬ বছরের দাম্পত্য় জীবনের ইতি টানতে চলেছেন। এমনকি টিনসেল টাউনে জল্পনা, স্বামী অভিষেক বচ্চন মন দিয়েছেন অন্য নায়িকাকে। বিয়ের পর থেকেই নাকি শাশুড়ি জয়ার সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যর, এ খবর কারও অজানা নয়। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে কেউ মুখ না খুললেন, যা রটে, তার কিছু তো ঘটে?

জয়া-ঐশ্বর্যকে একসঙ্গে খুব একটা ক্যামেরার সামনে দেখাও যায় না। এমনকি যখনই ঐশ্বর্য সম্পর্কে কোনও কথা হয়েছে সম্প্রতিতে রীতিমতো এড়িয়ে গিয়েছেন জয়া। শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে, কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রায় দেখা যায় তাঁকে। কিন্তু একসঙ্গে জয়া-ঐশ্বর্যকে খুব কমবার দেখা গিয়েছে। উল্টে এক সাক্ষাত্‍কারে এসে জয়া জানিয়েছিলেন পুত্রবধূর থেকে তাঁর কোনও আশা নেই। স্টুডিয়ো পাড়ায় আলোচনা, তাঁদের মধ্যে কোনও দিনই নাকি সম্পর্ক ভাল নয়। কেন ঐশ্বর্যকে পছন্দ করেন না জয়া?

বলিসূত্রে খবর,’ধুম ২’-এ হৃত্বিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে ঐশ্বর্যকে দেখার পর থেকেই তাঁর প্রতি বিরক্তি সৃষ্টি জয়ার। কড়া ভাষায় নাকি তিনি ঐশ্বর্যকে জানিয়ে দিয়েছিলেন বচ্চন বাড়ির বউমা হলে এই ধরনের দৃশ্যে অভিনয় করা যাবে না। তা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে তৈরি হয়েছিল বিস্তর অশান্তির। শুধু তাই নয়, মেয়ে আরাধ্যা বচ্চনকে সারাক্ষণ সঙ্গে নিয়ে থাকার জন্যও নাকি বচসা হয় তাঁদের। শোনা যায়, নায়িকা নাকি মেয়েকে পরিবারের কারও সঙ্গে সেভাবে মিশতে দেন না। তা নিয়ে বিস্তর অশান্তির সৃষ্টি হয়। তাই তো একবার ঐশ্বর্য প্রসঙ্গে জয়া বলেছিলেন, “ঐশ্বর্য আমার পুত্রবধূ। ওকে শিক্ষা দেওয়া, শাসন করার দায়িত্ব আমার নয়। তার জন্য ওর মা আছে। আমি আশা করি মায়ের থেকে ঐশ্বর্য সঠিক শিক্ষাই পেয়েছে।”