AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘থার্ড ক্লাস লোক সঞ্জয়…’ করিশ্মার প্রাক্তন স্বামীকে নিয়ে কেন এমন বললেন রণধীর কাপুর?

সঞ্জয় কাপুরের মাও নাকি অভিযোগ তুলেছেন যে, সঞ্জয়ের মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়, এর তদন্ত হওয়া উচিত। শিল্পপতির পরিবারে যখন সম্পত্তি নিয়ে নানা জলঘোলা।

'থার্ড ক্লাস লোক সঞ্জয়...' করিশ্মার প্রাক্তন স্বামীকে নিয়ে কেন এমন বললেন রণধীর কাপুর?
| Updated on: Aug 06, 2025 | 5:56 PM
Share

শিল্পপতি ও করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মৃত্যুর পর থেকেই বলিউডে তাঁকে ঘিরে নানা খবর। কখনও তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বচসা। তো কখনও আবার করিশ্মার কপালে সেই সম্পত্তি কতভাগ জুটবে, তা নিয়ে নানা খবর। এখন তো রটেছে, প্রয়াত প্রাক্তন স্বামীর সম্পত্তি ভাগ পাওয়ার জন্যই নাকি ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে দিল্লিতে রয়েছেন করিশ্মা। অন্যদিকে, সঞ্জয় কাপুরের মাও নাকি অভিযোগ তুলেছেন যে, সঞ্জয়ের মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়, এর তদন্ত হওয়া উচিত। শিল্পপতির পরিবারে যখন সম্পত্তি নিয়ে নানা জলঘোলা। ঠিক তারই মাঝে ভাইরাল হল করিশ্মার বাবা অভিনেতা রণধীর কাপুরের এক পুরনো সাক্ষাৎকার। যেখানে করিশ্মার স্বামী সঞ্জয় কাপুরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন রণধীর।

শিল্পপতি সঞ্জয় কাপুরের দ্বিতীয় স্ত্রী ছিলেন করিশ্মা। বিয়ের আগে যখন করিশ্মা তাঁর পরিবারের সঙ্গে সঞ্জয়ের আলাপ করিয়ে দেন, তখন করিশ্মার বাবা এই বিয়েতে নিমরাজি ছিলেন। আর সেই সময়ই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, রণধীর বলেন, ”এই বিয়েতে আমি একেবারেই রাজি নই। সঞ্জয় একজন থার্ড ক্লাস ছেলে, সেটা পুরো দিল্লি জানে, মেয়েদে সঙ্গে ওর ব্যবহার খুবই খারাপ। মহিলাদের অসম্মান যে করে, সে ভাল মানুষ হতে পারে না। এর থেকে বেশি আর কিছু বলতে চাই না।”