মৃত্যুর আঁচ পেয়েছিলেন কিশোর, মজা করে বলে বসেন তিনি মরতে চলেছেন, কিছুক্ষণের মধ্যেই
Kishore Kumar: পরিবারের সকলে সেই তালিকা থেকে বাদ পড়তেন না। যদিও কিশোর কুমার বরাবরই এই বিষয় বেশ জনপ্রিয়। যে কোনও সুরের গানেই তিনি সেরা, তাঁর গান মানেই ছবির জগতে তা বিশেষ প্রভাব ফেলবে।

বরাবরই বেশ মজার মানুষ ছিলেন গায়ক তথা অভিনেতা কিশোর কুমার। তাঁর জীবনে যে কত রকমের গল্প জড়িয়ে রয়েছে, তা বলাই বাহুল্য। কখনও শুটিং সেটে, কখনও আবার সকলের মাঝেই তিনি হাসি ঠাট্টার আসর জুড়ে দিতেন। পরিবারের সকলে সেই তালিকা থেকে বাদ পড়তেন না। যদিও কিশোর কুমার বরাবরই এই বিষয় বেশ জনপ্রিয়। যে কোনও সুরের গানেই তিনি সেরা, তাঁর গান মানেই ছবির জগতে তা বিশেষ প্রভাব ফেলবে।
ফলে তাঁকে নিয়ে চর্চা ছিল সর্বত্র। তবে এই সেলেবের আরও একটা বিশেষত্ব ছিল, তিনি খুব ভাল অনুমান করতে পারতেন, অর্থাৎ তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ। তিনি এমন অনেক কিছু বলতে পারতেন, বুঝতে পারতেন, যা সাধারণ মানুষ চট করে বুঝে উঠতে পারেন না। তার মধ্যে অদ্ভুত ছিল তাঁর মৃত্যুর দিনটা। বাবার স্মৃতিতে ভেসে গায়ক অমিতা কুমার জানিয়েছিলেন, হঠাৎই কিশোর কুমারের মনে হয়, কিছুক্ষণের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হবেন। বলেওছিলেন।
কিন্তু তাঁর স্ত্রী লীলাদেবী ভেবেছিলেন তিনি আর পাঁচটা দিনের মতোই মজা করছেন। কিশোর কুমার চিন্তায় ছিলেন যাতে অমিতের বিমান সঠিক সময় পৌঁছে যায়। বলেওছিলেন। কিন্তু তাঁর স্ত্রী লীলাদেবী ভেবেছিলেন তিনি আর পাঁচটা দিনের মতোই মজা করছেন। কিশোর কুমার চিন্তায় ছিলেন যাতে অমিতের বিমান সঠিক সময় পৌঁছে যায়।
