‘আমি কখনও লজ্জা বোধ করব না’, কোন সত্যি বলতে দু’বার ভাবেন না মনোজ?
বহু ছবিতে মনোজের অভিনয় প্রশংসা পেয়েছে। 'সত্যয়া' 'জুবেদা' থেকে শুরু করে 'ফ্যামিলি ম্যান' সিরিজ কিংবা 'গ্যাং অফ ওয়াসিপুর' দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে।

মনোজ বাজপেয়ী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা, হিন্দি ধারাবাহিক থেকে যাত্রা শুরু করে এখন সিনেমা, সিরিজে মনোজ বাজপেয়ী দাপটের সঙ্গে রাজত্ব করছেন। তবে আজও তাঁকে পরিচালক প্রযোজকদের ফোন করে কাজ চাইতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই খোলসা করলেন অভিনেতা। বহু ছবিতে মনোজের অভিনয় প্রশংসা পেয়েছে। ‘সত্যয়া’ ‘জুবেদা’ থেকে শুরু করে ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ কিংবা ‘গ্যাং অফ ওয়াসিপুর’ দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে।
অভিনেতার কথায়, অনুপম খেরের থেকে শুনে তিনি এই প্র্যাকটি টা করেছেন, তিনি বললেন, ” আমার যখন কঠিন সময় চলছিল তখন আমি নিজে নীরজ পাণ্ডেকে ফোন করি। সেই সময়, নিজে ‘আ ওয়েডনেসডে’ করছিলেন। আমি ফোন করে বললাম, ভাল কাজের অভাব হচ্ছে, ভাল চরিত্র থাকলে আমাকে যেন কাজ দেন পরিচালক, এরপরই এই ছবির প্রস্তাব আসে, এবং এরপর ৬টা কাজ করে ফেললাম নীরজ পাণ্ডের সঙ্গে। এরপর পরিচালক আমার স্পেশাল ২৬-এর মতো চরিত্র দিয়েছিলেন। আজও দর্শক সিবিআই কর্তা ওয়াসিম খানের চরিত্র পছন্দ করেন।”
তিনি আরও বলেন, “কাজ চাইতে আমি কখনও লজ্জা বোধ করব না। ‘ভাই আমার কাজ নেই’, কাজ থাকলে ডেকে, এটা বলতে আমার কোনও অসুবিধা নেই, এই জন্যই নীরজের সঙ্গে এতগুলো ছবি করে ফেললাম। দর্শকরা আমার চরিত্রগুলো পছন্দ করেছেন। এটাই আমার প্রাপ্তি।”





