বহুদিন পর্দার বাইরে রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। কিছুদিন আগেই একটি ওয়েব সিরিজ ‘ভোগ’-এর শুটে দেখা গিয়েছে তাঁকে। যদিও বড়পর্দা থেকে বহু দিন দূরে রয়েছেন নায়িকা। তবে এবার পার্নোর অনুরাগীদের জন্যে সুখবর, নায়িকার নতুন ছবি ‘সুনেত্রা সুন্দরম’ মুক্তি পেতে চলেছেন আগামী ২১ মার্চ। এই ছবির বিষয় বেশখানিকটা অন্যরকম। রাস্তায় কাজে বেড়িয়ে অনেক মহিলাদের একটা কমন সমস্যার সম্মুখীন হতে হয়, তা হল শৌচালয় নিয়ে সমস্যা। সেই সমস্যা নিয়ে তৈরি এই ছবি সুনেত্রা সুন্দরম। ছবিটি বেশকিছু বছর আগে তৈরি হলেও নানা জটিলতার কারণে মুক্তি পেতে সমস্যা হচ্ছিল। তবে এবার এই ছবি পর্দায় আসতে চলেছে।
তবে পর্দায় যে ছবি দেখতে অনেকটা সুন্দর লাগে, খানিক স্বপ্নের মতো, সেই ছবি করতে গিয়ে যে ক্যামেরার পিছনে কত সমস্যায় পড়তে নয় সেলিব্রিটিদের, তা হয়তো ধারণা করা কঠিন। সেই তালিকা থেকে বাদ পড়েন না পার্নোও।
অভিনেত্রী পার্নোকে শুটের জন্যে হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, শহর থেকে শহরতলির যেতে হয় বারেবারে। তিনি কি কোনও বিশেষ সমস্যার মুখে পড়েছেন কখনও? উত্তরে পার্নো বলেন, ‘এই ছবিটি বহু আগে করা, এখন অবশ্য শুট করতে গিয়ে এই রকম সমস্যায় আর পড়তে হয় না। আর তা হল টয়লেটের ব্যবস্থা। এখন যদিও অনেক উন্নত হয়েছে সবটা। তবে আগে অবশ্যই বহুবার এই সমস্যায় পড়েছি। এখন রাস্তা ঘাটেও বহু টয়লেটের ব্যবস্থা চোখে পড়ে। সময়ের সঙ্গে সমস্যা কমেছে ঠিক, তবে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে খুব একটা সচেতনতা নেই বা কেউ কথা বলেন না। এইরকম সমস্যার কথা বলবে এই ছবি।’