AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাড়াতে হবে স্তনের আকার’, টাইপ কাস্টের শিকার রাধিকা?

বলিউডে পা রেখে প্রথম যে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাধিকাকে, তা হল তাঁর নাক ও স্তনের আকার। নাকের আকৃতি পছন্দ হয়নি অনেকের। একইভাবে বড় স্তন না থাকলে অভিনেত্রীই নাকি হওয়া যায় না, এও শুনতে হয়েছিল অভিনেত্রী রাধিকা আপতেকে।

'বাড়াতে হবে স্তনের আকার', টাইপ কাস্টের শিকার রাধিকা?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2025 | 3:13 PM

বলিউডে পা রেখে কাস্টিং কাউচের শিকার হতে হয়নি এমন নাম খুব কমই আছে। যদি কোনও বাবা-কাকার হাতযশ থাকে, তবে সেক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা ভিন্ন হয়ে যায়। কারও গায়ের রং, কারও আবার শরীরের গঠন, গরন, সেলেবদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে একাধিকবার। যদিও অতীতে এই প্রসঙ্গে খুব একটা সরব হতে দেখা যেত না সেলেবদের। তবে বর্তমানে পাল্টে গিয়েছে পরিস্থিতি। বোল্ড সেস্টমেন্ট দিতে খুব একটা দ্বিধা বোধ করেন না কেউই। ফলে এই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী রাধিকা আপটে। বলিউডে পা রেখে প্রথম যে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাধিকাকে, তা হল তাঁর নাক ও স্তনের আকার। নাকের আকৃতি পছন্দ হয়নি অনেকের। একইভাবে বড় স্তন না থাকলে অভিনেত্রীই নাকি হওয়া যায় না, এও শুনতে হয়েছিল অভিনেত্রী রাধিকা আপতেকে।

টাইপ কাস্ট নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, একের পর এক চরিত্রের প্রস্তাব তিনি সম্প্রতি ফিরিয়েছেন। কারণ একটাই, অধিকাংশই চেহারা দেখে স্থির করে নেন, তিনি কোন চরিত্রে অভিনয় করলে মানাবে। একটা সময় যেমন রাধিকা আপতেকে মনে করা হত তাঁকে নাকি কেবল দারিদ্রের চরিত্রেই মানাবে। গ্রামের চরিত্রে মানাবে। আবার ‘বাদলাপুর’ ছবি করার পর মনে করা হয়েছিল, তাঁকে কেবল সেক্স কমেডি চরিত্রেই মানাবে। একই ধাঁচের চরিত্রের প্রস্তাবও পেলেও তিনি তা ফেরাতে থাকেন।

‘আন্ধাদুন’ ছবি করার সময় সিনেপাড়ায় নতুন রাধিকা। তখনই তাঁকে ডেকে বলা হয়েছিল, তিনি যেন তাঁর নাকের আদলের বদল ঘটান, স্তনের আকার বাড়িয়ে তোলেন। তিনি রীতিমত অবাক হয়েছিলেন। কেউ কীভাবে তাঁর শরীর নিয়ে এমন মন্তব্য করতে পারে? যদিও এসব ছাড়াও যে সিনেপাড়ায় দাপটের সঙ্গে কাজ করা যায়, তার প্রমাণ রয়েছে গুচ্ছের। তবে একটা সময় যে টাইপ কাস্টের শিকার হয়েছেন রাধিকা, তা এক বাক্যে স্বীকার করে নেন অভিনেত্রী।