‘অসম্ভব অত্যাচার, আমার গায়ে খুব…’, ভন্সালির স্বরূপ ফাঁস রণবীরের!

May 24, 2024 | 8:24 PM

Ranbir Kapoor: এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন রণবীর। আবারও সঞ্জয়ের সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁকে। ভন্সালীর লাভ অ্যান্ড ওয়ারে অভিনয় করবেন তিনি। এই বছরের জানুয়ারি মাসেই এই ছবির ঘোষণা হয়েছিল। ছবিতে রণবীর ছাড়াও থাকবেন ভিকি কৌশল ও আলিয়া ভাট।

অসম্ভব অত্যাচার, আমার গায়ে খুব..., ভন্সালির স্বরূপ ফাঁস রণবীরের!

Follow Us

এই মুহূর্তে চর্চায় পরিচালক সঞ্জয় লীলা ভন্সালি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ হীরামান্ডি। সিরিজের ভাল খারাপ নিয়ে হচ্ছে আলোচনা। তবে এ সবের মধ্যেই ভাইরাল হয়েছে রণবীর কাপুরের এক ভিডিয়ো। যেখানের সঞ্জয়ের ‘অত্যাচার’ নিয়ে অকপট রণবীর। ২০০৭ সালে সঞ্জয় লীলা ভন্সালির ‘সাওয়ারিয়া’র মধ্যে দিয়েই বলিউডে ডেবিউ করেন রণবীর। তাঁর বিপরীতে ছিলেন সোনম কাপুর। সেখানকার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভন্সালি ভীষণ পরিশ্রম করতে পারেন। আমাকে নিল ডাউন করিয়ে রাখতেন। খুব জোরে মারতেন। একটা পর্যায়ে গিয়ে আমি আর পারছিলাম না। ছবিটা ছাড়ার পর্যায়ে চলে যাই আমি। আমি ওঁকে বলেই ফেলি, ‘আমি পারছি না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে’। তবে হাল ছাড়েননি পরিচালক। আবেগপ্রবণ রণবীরের উপর ওই ‘অত্যাচার’ করেই বের করে নিয়েছিলেন সেরা কাজটি। সে সময় বোঝেননি রণবীর। তবে আজ উপলব্ধি করেন প্রতিটি মুহূর্তে।

তাঁর কথায়, “আজ পর্যন্ত সিনেমায় যা অভিনয় করেছি, সেই সব কিছুই ওঁর থেকেই শেখা। উনি আদপেই একজন ভাল শিক্ষক। অভিনয়ের সমস্ত খুঁটিনাটি তিনিই শিখিয়েছেন হাতে করে।”

এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন রণবীর। আবারও সঞ্জয়ের সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁকে। ভন্সালীর লাভ অ্যান্ড ওয়ারে অভিনয় করবেন তিনি। এই বছরের জানুয়ারি মাসেই এই ছবির ঘোষণা হয়েছিল। ছবিতে রণবীর ছাড়াও থাকবেন ভিকি কৌশল ও আলিয়া ভাট।

Next Article