আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের সময় থেকেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌমিতৃষা কুন্ডু। তাঁকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেন তিনি আদৃতের বিয়েতে আসেননি, আদপে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, এই প্রশ্নেই আপাতত মুখর নেটপাড়া। এ নিয়ে যখন মুখে কার্যত কুলুপ এঁটেছেন সৌমিতৃষা, তখন হঠাৎ করেই তাঁর কাছে পৌঁছল রকমারি উপহার। যে উপহার তাঁকে পাঠিয়েছেন টলিউডেরই এক জনপ্রিয় অভিনেত্রী প্রাক্তন।
নিখিল জৈনকে মনে আছে? সম্পর্কে নুসরত জাহানের প্রাক্তন তিনি। তবে এটিই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি একজন বস্ত্রবিপণনী ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাও। এবার নিখিল জৈনের তরফ থেকে একগুচ্ছ উপহার পেলেন সৌমিতৃষা। সামাজিক মাধ্যমে সেই ছবিই শেয়ার করে নিখিল জৈনকে ধন্যবাদ জানাতে ভোলেননি মিঠাই।
তবে এই প্রথম নয় অতীতেও ব্র্যান্ড ‘রঙ্গোলি’র তরফে উপহার এসেছে সৌমিতৃষার কাছে। নিখিলের পোশাকের ব্র্যাণ্ডের নিশিপার্টিতেও হাজির ছিলেন সৌমিতৃষা। তাঁদের একসঙ্গে সেলফি বেশ ভাইরালও হয়।
এই মুহূর্তে কেরিয়ারের পিক ফর্মে রয়েছেন অভিনেত্রী। গত বছর প্রথম বার বড় পর্দায় ডেবিউ হয়েছিল তাঁর। দেবের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। দ্বিতীয় ছবির অফারও পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা সৌরভ দাস। ছবির নাম ১০ জুন।