শাশুড়ির হাতে খেতে হয় জুতোর মার! বিয়ে করেই বিপাকে রেখা?
Rekha Untold Story: তাঁদের মধ্যে কোনওদিন বিয়েই নাকি হয়নি। তবে রেখা কোনও কথা না বলায় একশ্রেণি এই খবর বিশ্বাস করেছিলেন। যদিও তার কিছুদিনের মধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে রটে যায় তাঁর নাম।

রেখা, কেরিয়ারে একাধিকবার সম্পর্কের নানা জল্পনার জেরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। কখনও তাঁর সিঁথিতে থাকা সিঁদুর, কখনও পরকীয়া, বিতর্ক যেন পিছু ছাড়ে না। একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়াতে দেখা গিয়েছিল তাঁর। যে তালিকায় এক অন্যতম নাম হল বিনোদ মেহেরা। তাঁর সঙ্গে রেখার সম্পর্ক ঠিক কেমন, তা নিয়ে বহু চর্চা সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নেয়। শোনা গিয়েছিল বিনোদ মেহেরাকে বিয়েও করেছিলেন নাকি তিনি। গোপনে সাড়েন তাঁরা এই বিয়ে। এরপর রেখাকে নিয়ে বাড়িতে হাজির বিনোদ।
দরজা খুলেই অভিনেতার মা যখন দেখেন রেখাকে বিয়ে করে নিয়ে হাজির হয়েছেন বিনোদ, খুশি হওয়ার বদলে মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মানতে পারবেন না। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তারই মাঝে জুতো নিয়ে তেড়ে এসেছিলেন নাকি তিনি রেখাকে মারতে। জুতো ছুরেও নাকি মারও নাতি খেতে হয়, যদিও সবটাই শোনা যায়। এই প্রসঙ্গে কখনই রেখা মুখ খোলেননি। এমন কি তিনি ঠিক কার মানে সিঁদুর পরতেন, তাও স্পষ্ট ছিল না কারও কাছে। যদিও বিনোদ মেহেরা স্পষ্ট জানিয়েছিলেন তিনি এমনটা করেননি।
অর্থাৎ তাঁদের মধ্যে কোনওদিন বিয়েই নাকি হয়নি। তবে রেখা কোনও কথা না বলায় একশ্রেণি এই খবর বিশ্বাস করেছিলেন। যদিও তার কিছুদিনের মধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে রটে যায় তাঁর নাম। শোনা যায় তিনি বিগ বির সঙ্গে প্রেম করছেন। যদিও সেখানেও অভিনেতা চুপ। কোনওদিন অমিতাভ বচ্চন এই প্রসঙ্গে মন্তব্য করেননি। তবে রেখা সবটা স্পষ্ট করে দিতে পিছপা হন না।
