AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অন্য সম্পর্কে থাকার পরও সলমনের সঙ্গে…’, ঐশ্বর্যের চরিত্র নিয়ে প্রশ্ন ভাইজানের পরিবারের

এ সব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ঐশ্বর্যকে রীতিমতো তুলোধনা করেন সলমনের ছোট ভাই সোহেল খান। সকলের সামনেই ঐশ্বর্যর চরিত্র নিয়ে তোলেন প্রশ্ন।

'অন্য সম্পর্কে থাকার পরও সলমনের সঙ্গে...', ঐশ্বর্যের চরিত্র নিয়ে প্রশ্ন ভাইজানের পরিবারের
| Edited By: | Updated on: Jun 22, 2025 | 3:38 PM
Share

গায়ে হাত তোলা, মদ্যপ অবস্থায় মার, অকথ্য গালিগালাজ– বিচ্ছেদের পর সলমন খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। শুধু কি তাই! সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে সলমনকে দায়ী করেছিলেন সরাসরি। এ সব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ঐশ্বর্যকে রীতিমতো তুলোধনা করেন সলমনের ছোট ভাই সোহেল খান। সকলের সামনেই ঐশ্বর্যর চরিত্র নিয়ে তোলেন প্রশ্ন।

কী বলেছিলেন সোহেল?

দাদার (সলমন) বিরুদ্ধে ঐশ্বর্যর আনা যাবতীয় অভিযোগকে অস্বীকার করে তিনি বলেছিলেন, “এখন ঐশ্বর্য জনসমক্ষে কেঁদেকেটে বেড়াচ্ছে। কিন্তু যখন ও সলমনের সঙ্গে সম্পর্কে ছিল তখন তাঁকে পরিবারের মতোই দেখা হতো। আমাদের বাড়িতেও নিয়মিত যাতায়াত ছিল। কিন্তু কখনও কি ওদের সম্পর্কের কথা ও বাইরে বলেছে? কখনও বলেনি। এই কারণেই সলমন ওঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগত। সলমন শুধু এটাই জানতে চাইত ঐশ্বর্য ওকে কতটা চায়? না, সে সব ও কখনও জানতে পারেনি। কারণ ঐশ্বর্য কখনওই ওকে সেই ভরসাই দেয়নি।”

এখানেই শেষ নয়। ঐশ্বর্যার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সলমনের সঙ্গে বিচ্ছেদের অব্যবহিত পরেই বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্য। সে প্রসঙ্গেও সোহেল বলেন, “বিবেকের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও সলমনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ঐশ্বর্যর। ঘটনাটা জানতে পেরে বিবেকেরও খারাপ লেগেছিল।” যদিও এই সব বহু আগের ঘটনা। সোহেলের ওই মন্তব্যের প্রেক্ষিতে বিতর্ক হলেও আজ তা স্তিমিত। সময়ের সঙ্গে সঙ্গে গসিপের ঘনত্বও হয়েছে ফিকে। বছর কেটেছে, কেটেছে সময়– মেয়ে আরাধ্যাকে নিয়ে আজ সুখের সংসার রাইসুন্দরীর। অন্যদিকে সলমন খান যদিও আজও সিঙ্গল।