সলমন খান ও রেখা দু’জনের মধ্যে বেশ এক মজার সম্পর্ক বর্তমান, সে খবর কম বেশি ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। প্রকাশ্যে যতবার সলমন খান ও রেখাকে দেখা গিয়েছে, ততবারই তাঁরা একে অন্যের সঙ্গে এক মিষ্টি মধুর সাক্ষাতে ফ্রেম বন্দী হয়েছেন। তাই বলে সোজাসুজি বিয়ের প্রস্তাব রেখাকে? এ সত্যি যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউ-ই। রেখা নিজের মুখে সকল রহস্য ফাঁস করলেন এক রিয়্যালিটি শোতে। রেখার কথায় তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান। বলেছিলেন, তাঁর জন্য একটু অপেক্ষা করতে।
যদিও এ ঘটনা বহু আগের। হাসতে হাসতে রেখা বলেন সলমন তখন ছোট্ট, রেখাকে তার বেশ পছন্দ হয়েছিল। তখনই সকলের সামনে সলমন খান নাকি বলে বসে ছিলেন, তিনি রেখাকে বিয়ে করতে চান। তবে কিছুদিন অপেক্ষা করতে হবে। যতদিন না তিনি বড় হচ্ছেন এবং বিবাহযোগ্য হচ্ছে না। কথা শুনে বেজায় হেসেছিলেন রেখা। ছোট্ট সলমনের মনের সেই আবদারের কথা আজও ভলেননি তিনি।
তাই সলমন খান প্রসঙ্গ উঠতি, সকল রহস্য ফাঁস করে পুরনো প্রসঙ্গ টেনে আনলেন রেখা। যা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় সলমন খানকে। ইন্ডাস্ট্রির সকলের সঙ্গেই রেখার এক নিবিড় সম্পর্ক বর্তমান। সকলেই তাঁকে সম্মান করেন, এক বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন। যার ফলে প্রত্যেকে সঙ্গেই খুনসুটি সম্পর্ক রেখার। তবে এই ভিডিয়োর সামনে আসার পর ট্রোল করতে পিছপা হল না নেটিজেনদের একাংশ।
তাঁদের স্পষ্ট বলতে শোনা গেল দুজনের প্রেমই রয়েছে একই ছাদের তলায়। অর্থাৎ নাম না করেই ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন ঐশ্বর্য রায়ের কথা। যদিও এই দুই সম্পর্কই বলিউডে সর্বাধিক চর্চিত। তাই রাগ ঢাকের কোন চেষ্টাও করেননি এই দুই স্টার। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই মন্তব্য। পাশাপাশি ভিডিয়ো সকলের নজর কাড়ে।