মুসলিম হয়ে হিন্দু মন্দিরে পুজো, কটাক্ষের শিকার হয়ে মুখ খোলেন সারা
ছবির প্রচারে যেমন মন্দিরে দর্শন করে বেড়ান তিনি, ঠিক তেমনই তাঁকে দেখা গিয়েছিল আজমের শরিফ দরগাতে। দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরেও। যদিও সারার এই পছন্দে কখনও তাঁর পরিবার হস্তক্ষেপ করে না।

বাবা মুসলিম, মা হিন্দু— কথা হচ্ছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের। যদিও ধর্ম কোনওদিনও সারা আলি খানের কাছে কখনও প্রশ্ন হয়ে ওঠেনি। মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন, মসজিদে গিয়ে হয়েছেন ট্রোল্ড। তবুও সারা বাঁচেন নিজের শর্তে। কখনও তিনি হাজির হন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে। সেই ছবি যথারীতি ভাইরাল। কখনও আবার তিনি কেদারনাথে, যার ফলে তাঁকে হতে হয় চরম কটাক্ষের শিকার। কারণ সারা যে শুধু মন্দিরে যান এমন নয়, সেখানে শিবলিঙ্গে জলও ঢালতে দেখা যায় তাঁকে। এরপরেই সারার মন্দির দর্শন নিয়ে চলে তীব্র আলোচনা।
এ প্রসঙ্গে একবার মুখ খুলেছিলেন সারা। তিনি বলেন, “আমার কাজ নিয়েই কথা বলা উচিৎ। …কেউ যদি আমাকে নিয়ে ট্রোল করে তো করুক। ওগুলো তো শুধু নেপথ্যের কোলাহল। যদি ভাল লাগে তো ভাল। যদি না লাগে তো আরও ভাল। এরকম নয় যে সেই কারণে আমি মন্দিরে যাব না। এটা আমার ব্যক্তিগত ইচ্ছে।”
ছবির প্রচারে যেমন মন্দিরে দর্শন করে বেড়ান তিনি, ঠিক তেমনই তাঁকে দেখা গিয়েছিল আজমের শরিফ দরগাতে। দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরেও। যদিও সারার এই পছন্দে কখনও তাঁর পরিবার হস্তক্ষেপ করে না। অতীতে শর্মিলা ঠাকুর নিজেই বলেছিলেন, তাঁদের পরিবারে যে যাঁর নিজের বিশ্বাসে বাঁচেন। তাই তাঁর ক্ষেত্রেও ভিন্ন ধর্মে বিয়ে করে কোনও সমস্যাই হয়নি। একইভাবে করিনা কাপুর খান যেমন হিন্দু-ইসলাম কোনও ধর্মেই বিশ্বাস রাখেন না বলে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।





