রাজনীতিতে পা রেখে কি অভিনয় ছাড়লেন? কবে পর্দায় ফিরবেন সায়ন্তিকা
এই মুহুর্তে সায়ন্তিকার অনুরাগীদের অনেকেই স্যোশাল মিডিয়ায় লিখছেন, ফিটনেস ফ্রিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আগের থেকে কিছুটা হলেও ওজন বেড়েছে।

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখন সিলভার স্ক্রিন থেকে বেশ দূরে। এখন বরানগর বিধানসভার বিধায়ক তিনি। দস্তুর মতো রাতদিন নিজের বিধানসভায় কাজ করছেন দলের অনুগামীদের সঙ্গে। তিনি জানান, উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন তিনি। তাই বেশি কম সময় পাচ্ছেন তিনি কাজ করার জন্যে। এই মুহুর্তে সায়ন্তিকার অনুরাগীদের অনেকেই স্যোশাল মিডিয়ায় লিখছেন, ফিটনেস ফ্রিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আগের থেকে কিছুটা হলেও ওজন বেড়েছে। উত্তরে হাসি ছড়িয়ে অভিনেত্রী-বিধায়ক বললেন, “এখন আমি কিছুদিন নিজের মতো রয়েছি, এখন আমি সিনেমা করছি না, কারণ আমার সময় কম কাজ বেশি, তাই বিধায়ক হিসেবে এই কাজটাই মন দিয়ে করছি। সিনেমা করছি না, তাই আপাতত ওজন বৃদ্ধি নিয়ে ভাবছি না।”
এই কথা শুনে সায়ন্তিকাকে প্রশ্ন করা হয়েছিল, অভিনেত্রী হিসেবে তিনি কি আর ছবির জগতে ফিরবেন না? তাঁর অনুরাগীদের কী বলতে চান? উত্তরে অভিনেত্রী বলেছেন, “অভিনয়ে আবার ফিরব। আজ এই রাজনৈতিক জগতে আমার আসার কারণ আমি অভিনেত্রী, দর্শকদের ভালবাসায় নিজের পরিচিতি তৈরি করতে পেরেছি। সেখান থেকে আমার রাজনীতির ময়দানে আসা। তাই আমি অবশ্যই অভিনয়ে ফিরব। তবে ২০২৬ নির্বাচনের পর আসব। সিনেমা নিয়ে আলোচনা হতেই থাকে। কিছুদিন আগেও একটি চরিত্র অভিনয়ের জন্য এসেছিল, তবে সময় দিতে পারব না বলে ফিরিয়ে দিয়েছি। তবে আগামী বিধানসভা নির্বাচনের পর আবার, তৈরি হয়ে আসব অভিনয়ের জগতে। ওটা আমার বাড়ির মতো, স্বাচ্ছন্দের জায়গা। সারাদিন পর বাড়ি ফেরার যে আনন্দ, সেই আনন্দ পাই আমার লাইট, ক্যেমেরা, অ্যাকশনে ফেরার পর। ক্রমশ প্রকাশিত হবে। যখন ফিরব সেই চেনা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রূপেই বড় পর্দায় ফিরব।”
