AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ড্রাগস নিক, সেক্স করুক…’, আরিয়ানকে এ কী শিক্ষা শাহরুখের? ওঠে প্রশ্ন

এরপরই পুরোনো এই সাক্ষাৎকার নিয়ে চরম ট্রোল্ড হতে হয় কিং খানকে। যদিও এই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন ১৯৯৭ সালে। তখন আরিয়ান খানের বয়স মাত্র ২ বছর। পরবর্তীতে যে বিষয়টা স্পষ্ট করে দেন শাহরুখ।

'ড্রাগস নিক, সেক্স করুক...', আরিয়ানকে এ কী শিক্ষা শাহরুখের? ওঠে প্রশ্ন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 3:00 PM

শাহরুখ খান। বলিউডের সুপারস্টার। তিন সন্তানের বাবা। পরিবার ও কেরিয়ার দুই সমানতালে সামলে তিনি এখন আর পাঁচজনের কাছে অনুপ্রেরণা। সর্বদাই তিনি ইন্ডাস্ট্রিতে সকলকে সম্মান দেওয়ার কথাই বলে এসেছেন। সেই শাহরুখ ছেলেকে এ কেমন শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন? একাধিকবার ভাইরাল শাহরুখের সেই সাক্ষাৎকার। ছেলেকে এভাবে নষ্ট করার পরিকল্পনা! প্রাথমিকভাবে তাঁর মন্তব্য শুনলে এমনটাই মনে হতে পারে। তাঁর ও গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান। ছেলে হওয়ার আনন্দ ভাগ করে নিতে গিয়ে কিং খান যা বলেছিলেন, তা নিয়ে আজও মাঝে মধ্যেই চর্চা ওঠে তুঙ্গে।

আরিয়ান প্রসঙ্গে কী বলেছিলেন কিং খান?

“আমি আমার প্রতিটা অভিনেত্রীদের বলব, তোমাদের মেয়ে হবে। আমার ছেলে তাঁদের পিছনে দৌরবে। প্রতিদিন আমি তাঁদের থেকে অভিযোগ চাই, যে তোমার ছেলেকে আমাদের বাড়ি থেকে দূরে রাখো, আমাদের মেয়ের জীবন থেকে দূরে রাখো। আমি চাই ও গোটা শহরকে spoil (খারাপ) করুক। প্রতিটা মেয়েকে spoil করুক। আমি চাই ও প্লেবয় হোক।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “ও ড্রাগস নিক, সেক্স করুক…, আমি যা-যা পাইনি ও সব করুক”।

এরপরই পুরোনো এই সাক্ষাৎকার নিয়ে চরম ট্রোল্ড হতে হয় কিং খানকে। যদিও এই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন ১৯৯৭ সালে। তখন আরিয়ান খানের বয়স মাত্র ২ বছর। পরবর্তীতে যে বিষয়টা স্পষ্ট করে দেন শাহরুখ। জানিয়েছিলেন, দু’বার গৌরী খানের গর্ভপাতের পর আরিয়ান যখন তাঁদের কোলে আসে, তিনি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। ছেলেকে পৃথিবীর সব সুখ দেওয়ার কথা বলতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন ছেলেকে কোনও শাসনই করবেন না। যদিও বাস্তব ছবিটা তা নয়। তিনি নিজেই পরবর্তীতে জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করতে হয় কী করে সেই শিক্ষা তিনি তাঁর সন্তানকে দিয়েছেন। তিনি নিজেও এই শর্ত মেনেই চলেন। মহিলাদের কোনও মতেই অসম্মান করা যাবে না। তিনি এই মর্মেই মহিলাদের মনে রাজত্ব করছেন বলেই দাবি করেন।