শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার, টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের প্রেম নিয়ে বেশ কয়েকবছর ধরে নানা জল্পনা বর্তমান। অসমবয়সের প্রেম। আইনিমতে বিয়ে করে পেতেছেন তাঁরা সংসার। তবে অনেকেই প্রাথমিকভাবে দাবি করেছিলেন, এই সম্পর্কের মেয়াদ বেশিদিনের নয়। তবে শ্রুতি ও স্বর্ণেন্দপ একে ওপরের সঙ্গে চুটিয়ে করছেন সংসার। দুবছর হল তাঁরা একসঙ্গে থাকছেন। তবে সামাজিক বিয়ে এখনও তাঁদের হয়নি। শীঘ্রই করার পরিকল্পনা থাকলেও, কোনও মতে হয়ে উঠছে না বলেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্রুতি। কিছু না কিছু কাজ বা পরিকল্পনা থেকেই যাচ্ছে। তার ফলেই দেরি। তবে শ্রুতি সিঁথি ইতিমধ্যেই রাঙিয়েছেন স্বর্ণেন্দু। ২০২৩ সালের দশমীতে মা দুর্গার সামনে শ্রুতিকে সিঁদুর পরিয়েছিলেন স্বর্ণেন্দু।
বছর ঘুরলেও সেই প্রথার ব্যতিক্রম হল না। এবারও তাই দশমীতে মাকে সাক্ষী রেখে স্ত্রীর সিঁথি রাঙালেন পরিচালক। আর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শ্রুতি দাস। ক্যাপশনে লিখলেন, ‘বছরের এই দিনটায় মায়ের সামনে প্রথম ছবিটা তোলা হচ্ছে গত বছর থেকে। তবে বিয়ের পিঁড়িতে বসে এই ছবিটা তোলা হবে যেদিন মা চাইবেন। সবই মায়ের ইচ্ছে।’
ফলে বোঝাই যাচ্ছে সামাজিক মতে বিয়ে করে হবে, তা তাঁরা এখনও স্থির করে উঠতে পারেননি। তাই সবটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। সময় এলেই হবে। বর্তমানে নিজেদের ফ্ল্যাট করেছেন তাঁরা। কাজ নিয়ে দুজনেরই ব্যস্ততা তুঙ্গে। শ্রুতি বর্তমানে বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত। তবে ধারাবাহিকে যে ফিরবেন না, এমনটা তিনি কখনই দাবি করেননি।