Soumitrisha Kundu: ‘খুব একটা ছটফট করিনা…’, ব্যক্তিজীবন নিয়ে সোজাসাপ্টা সৌমিতষা

Jun 10, 2024 | 6:17 PM

Soumitrisha On Adrit: আদৃত রায়, সৌমিতৃষার সঙ্গে যাঁর জুটি পলকে ঝড় তুলেছিল টিভির পর্দায়। অধিকাংশেরই দাবি, তাঁরা নাকি সম্পর্কে ছিলেন। ফলে আদৃতের বিয়ের খবরে মাঝখান থেকে নাজেহাল সৌমিতৃষা। 

Soumitrisha Kundu: খুব একটা ছটফট করিনা..., ব্যক্তিজীবন নিয়ে সোজাসাপ্টা সৌমিতষা

Follow Us

সৌমিতৃষা কুণ্ডু। সকলের কাছে আজও তিনি চোখের মণি মিঠাই। ধারাবাহিক থেকে যাত্রা শুরু করে আজ তিনি বড় পর্দার অভিনেত্রী। একের পর এক ভাল কাজের অফার পলকে ফিরিয়েছেন সৌমি শুধু তারিখ না থাকায়। তিনি যখন যে কাজ করেন, সেই কাজেই নিজেকে যুক্ত রাখতে চান। একসঙ্গে একাধিক কাজে সম্মতি জানানোর পক্ষপাতী তিনি নন। যে কারণে হাতছাড়া হয়েছে বহু চিত্রনাট্য, যা তাঁর কেরিয়ারে অন্যতম সংযোজন হতে পারত। সৌমি এখন তাঁর কেরিয়ারের এমনই নানা সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত। কোন প্রস্তাব গ্রহণ করবেন, কোন প্রস্তাব তারিখ না মেলায় গ্রহণ করা হচ্ছে না, ওটিটি না বড় পর্দা, অভিনয়ে আরও বলিষ্ঠ হয়ে ওঠা, ইত্যাদি। তাই বলে নিত্যদিন প্রেম নিয়ে টানাপোড়েন? ‘সোশ্যাল মিডিয়ায় এখন কিছু পোস্ট করার আগেও ভাবতে হয় জানেন…’, TV9 বাংলাকে আক্ষেপের সুরে বললেন পর্দার রুমি। আদৃত রায়, সৌমিতৃষার সঙ্গে যাঁর জুটি পলকে ঝড় তুলেছিল টিভির পর্দায়। অধিকাংশেরই দাবি, তাঁরা নাকি সম্পর্কে ছিলেন। ফলে আদৃতের বিয়ের খবরে মাঝখান থেকে নাজেহাল সৌমিতৃষা।

এদিন আক্ষেপের সুরে সৌমিতৃষা বলেন, ”ছোট থেকে কাজটাকেই ভালবেসেছি। যখন যে কাজটা করেছি, তাতেই নিজের একশো শতাংশ দিয়েছি। বিশ্বাস করুন, একটা কাজ চলাকালীন যখন অন্য কাজের প্রস্তাব পেয়েছি, তখন তা বিন্দুমাত্র দ্বিধা না করে ফিরিয়েছি। এক সঙ্গে সবটা আগলাতে চাইনি কখনও। যার ফলে অনেক কাজ হাতছাড়া হয়েছে, কখনও তা নিয়ে আক্ষেপ হয় না। কারণ একটা সময় কেউ কখনই দুটো কাজ একই উদ্যমে করতে পারে না। মান তার কম বেশি থেকেই যায়। সেই কারণেই আমি খুব একটা ছটফট করি না। অনেক কাজের প্রস্তাব এসেছে, অনেক প্রস্তাব সময়ের জন্য গ্রহণ করতে পারিনি, অনেক প্রজেক্ট আবার এখনও ফাইনাল হয়নি বলে জানাতে পাচ্ছি না। তবে আমার মধ্যে এমন কোনও ব্যপার নেই, যে সুপারস্টারের বিপরীতে না হলে করব না, কেন্দ্রীয় চরিত্র না হলে করব না। বরং আমি অভিনয়টা দেখানোর সুযোগ পেলেই আছি। ওই যে কথায় বলে, চিত্রনাট্যই রাজা। গল্প আমায় ভীষণ টানে।”

সৌমি এদিন আরও বলেন, ”এই যে, ১০ই জুন-এ কাজ করলাম। ভীষণ টাইট প্রজেক্ট। খুব ভাল কাজ হয়েছে আমাদের। তবে এখনই পরের প্রজেক্টের কথা জানাতে পাচ্ছি না। যদিও আমার খবর আমার আগে আমার ফ্যানপেজগুলো কোথা থেকে যেন পেয়ে যায়। সব খবরই দেখি বেড়িয়ে যায়। সত্যি বলছি, এগুলো যখন দেখি, ভাল লাগে। মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক। আমি তো মাটি কামড়ে পড়ে আছে কেবল কাজটাকেই ভালবেসে। অভিনেত্রী হিসেবে সকলের মন জয় করতে। সকলে সেটা নিয়ে আলোচনা করুক। প্রেম, জল্পনা, রচনা, এসব কেন? সত্যি যেদিন প্রেম করব, নিশ্চয়ই জানাব। এসব খবর তো আর লুকিয়ে রাখা যায় না বলুন।”

ওটিটি কাজ প্রসঙ্গে সৌমির মত, ”কাল কী করব জানি না। এখনও পর্যন্ত তেমন কোনও সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের ইন্ডাস্ট্রি তো ছোট, এটা করব, ওটা করব না, এমন ভাবলে তো মুশকিল। আমি কাজটা করতে চাই। অভিনয়ে থাকতে চাই।”

Next Article