AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পর্দায় চুম্বন কেন? ছেলের প্রশ্নের মুখোমুখি হতেই কী বললেন বিবেক

তাঁর কাছে একটা বিষয় ভীষণ রকমভাবে স্পষ্ট যে তাঁর সন্তানেরা এই বিষয়টা পছন্দ করছে না। বিবেক পর্দায় একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে পাঠ করেছেন। কিন্তু কোথাও গিয়ে যেন সেই সব ছবি লকডাউনে ঘরে বসে একের পর এক দেখেছে তাঁর সন্তানেরা।

পর্দায় চুম্বন কেন? ছেলের প্রশ্নের মুখোমুখি হতেই কী বললেন বিবেক
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 2:47 PM
Share

অভিনয় জগতের স্বার্থে একজন অভিনেতা নিজেকে বারে বারে ভেঙে গড়তে প্রস্তুত থাকে। যে চরিত্র যেমন, পর্দায় তাঁকে ঠিক তেমনভাবে ফুঁটিয়ে তুলতে পারদর্শী হতে হওয়াটাই কাম্য। আর তা করতে গিয়ে একাধিকবার সালোচনার শিকার হতে হয় তাঁদের। কখনও ভক্তমহলে, কখনও আবার উঠে আসে পরিবার থেকে নানা মন্তব্য, বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের থেকে উঠে আসা প্রশ্ন নিয়ে সমস্যা দেখা দেয় বেশি। কারণ একটাই, তাঁদের সহজ সরল মনে পর্দার গল্পও যেন বাস্তব। আর ঠিক সেই কারণেই একবার কঠিন প্রশ্নের মুখোমুখি পড়তে হয় বিবেক ওবেরয়কে। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর।

একবার এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন বিবেক ওবেরয়। তিনি জানান, তাঁর ছেলে সিনেমা দেখে প্রশ্ন করে বসে সে কেন এমন কাউকে তিনি চুম্বন করছেন, যিনি তার মা নন! মাকে ছাড়া অন্য কারও সঙ্গে বাবার ঘনিষ্ট হওয়াতে আপত্তি। এই প্রশ্ন শুনে কোনও উত্তর খুঁজে পাচ্ছিলেন না প্রাথমিকভাবে বিবেক। তাঁর সন্তান আরও বলে যায়, তিনি কখনও জানার চেষ্টা করেছে যে এতে তার মায়ের খারাপ লাগে কি না! পরিস্থিতি সামাল দিতে গিয়ে পরবর্তীতে বিবেক নিজেই জানান যে, তিনি অভিনয় করেন। অভিনয় আর বাস্তব জীবন আলাদা।

তাতেও বোঝানো সম্ভবপর হয় না ছেলেকে। সে বলে মায়ের সমস্যা হতেই পারে। এতে কোনও উত্তর দেননি আর তিনি। আরও জানান যে, তাঁর কাছে একটা বিষয় ভীষণ রকমভাবে স্পষ্ট যে তাঁর সন্তানেরা এই বিষয়টা পছন্দ করছে না। বিবেক পর্দায় একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে পাঠ করেছেন। কিন্তু কোথাও গিয়ে যেন সেই সব ছবি লকডাউনে ঘরে বসে একের পর এক দেখেছে তাঁর সন্তানেরা। আর সেখান থেকেই মনের মধ্যে জাগতে থাকা প্রশ্ন। যার উত্তর দিতে গিয়ে ভ্যাবাচ্যাকা খেতে হয়েছে বিবেককে।