রচনার ছেলের বিয়ে কবে, কেন জানতে চান অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা?

Sneha Sengupta |

Jul 15, 2024 | 1:21 PM

Rachana-Manasi: মহিলারা নিজের বয়স জানাতে চান না। অভিনেত্রী হলে তো কথাই নেই। কোনওভাবেই জানা যায় না বয়স (যদিও ব্যতিক্রমীরাও আছেন সেই তালিকায়)। বয়সের বিষয়টিকে উস্কে দিতেই এক অদ্ভুত প্রশ্ন রচনাকে করে বসেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা।

রচনার ছেলের বিয়ে কবে, কেন জানতে চান অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা?
মানসী এবং রচনা।

Follow Us

‘দিদি নম্বর ওয়ান’ গেম শোতে প্রায়ই আমন্ত্রিত হতে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের। সে রকমই একটি এপিসোডে আমন্ত্রিত হয়ে এসেছিলেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা। রচনাকে এসে সটান জিজ্ঞেস করেছিলেন, “কবে ছেলের বিয়ে দিবি রে তুই।” অভিনেত্রীর মুখে এমন প্রশ্ন শুনে চমকে উঠেছিলেন রচনা। ছেলে তো ছোট। অবাক করা জবাব দিয়েছিলেন মানসী, জানেন কি বলেছিলেন তিনি?

মানসী বলেছিলেন, “তোর ছেলের যদি বিয়ে হয়, তা হলে তোর একটু বয়স হয়েছে বুঝব। এমনিতে তো তোর বয়স বোঝাই যায় না।” এ কথা সত্য, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে অভিনয় করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দেবের নায়িকা হয়েও কাজ করেছেন তিনি। রচনাকে দেখে বোঝাই যায় না তাঁর বয়স। এখনও তাঁকে দেখে মনে হয় বছর ২৫শের তরুণী। ফলে অভিনেত্রীর সঙ্গে মস্করা করেছিলেন মানসী।

ছেলে অন্তঃপ্রাণ রচনা। ছেলেকে নিয়েই মেতে থেকেছেন তিনি। এমনটাও শোনা গিয়েছে, মেকআপ রুমে নাকি বোরখা রেখে দেন রচনা। বোরখায় নিজেকে ঢেকে মেট্রো করে যাতায়াত করেছেন লোকজনের মাঝে। মায়ের লড়াই সত্যই সাংঘাতিক! সময়ের মধ্যে ছেলের কাছে পৌঁছতেই এমন সব কৌশল মানতে হয়েছে রচনাকে। ফলে বোরখায় চোখ-মুখ না ঢাকলে রাস্তার লোকজন তাঁকে চিনে ফেলবেন সহজেই! যথাসময়ে গন্তব্যে পৌঁছতেই পারবেন না…

 

Next Article