‘ঘরের বায়োস্কোপ ২০২৪’ অ্যাওয়ার্ডের মঞ্চে ওয়েব সিরিজে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, অভিনেত্রীর পুরস্কার পেলেন কারা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 02, 2024 | 8:00 PM

Ghorer Bioscope 2024: অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস।

ঘরের বায়োস্কোপ ২০২৪ অ্যাওয়ার্ডের মঞ্চে ওয়েব সিরিজে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, অভিনেত্রীর পুরস্কার পেলেন কারা?

Follow Us

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

ওয়েব সিরিজে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, অভিনেত্রীর শিরোপা পেলেন কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক মনোনয়ন—

সেরা পার্শ্বচরিত্র অভিনেতা

রাম বাবু(শঙ্কর দেবনাথ)-পিলকুঞ্জ
নিশিকান্ত সরকার (রুদ্রনীল ঘোষ)- সাবাশ ফেলুদা
কানু (গৌরব চক্রবর্তী)- আবার প্রলয়
শম্ভু বাবা (ঋত্বিক চক্রবর্তী)- আবার প্রলয়
প্রদীপ (সুহোত্র মুখোপাধ্যায়)- নন্দিনী

সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রী

নিমিশা (দেবলীনা দত্ত)- এন এইচ সিক্স
কনস্টেবল মাধবী (সোহিনী সেনগুপ্ত)- আবার প্রলয়
শম্পা মণ্ডল (সায়নী ঘোষ)- আবার প্রলয়
রূপসা ঘোষ (ঊষসী রায়)- ছোটলোক
রাকা (জেসমিন রায়)-পেত্নী

সেরার পুরস্কার পেলেন কারা? সেরা পার্শ্বচরিত্র অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী, আবার প্রলয় ওয়েব সিরিজের জন্য। সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছেন দেবলীনা দত্ত এন এইচ সিক্স ওয়েব সিরিজের জন্য। রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Next Article