ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি! তবুও ৪০ বছর ধরে ভাড়া থাকেন অনুপম খের

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 10, 2025 | 4:32 PM

Anupam Kher: ব্যাঙ্কে কোটি কোটি টাকা রয়েছে তাঁর। অভাবের নামমাত্র নেই সংসারে। ৪০ বছর ধরে মুম্বইয়ে বসবাস করছেন তবু এখনও নিজের কোনও বাড়ি কেনেননি অনুপম খের। কিন্তু কেন? কেন ৪০ বছর পার হয়ে গেলেও ভাড়া বাড়িতেই থেকে গেলেন অভিনেতা?

ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি! তবুও ৪০ বছর ধরে ভাড়া থাকেন অনুপম খের
কেন ৪০ বছর ধরে ভাড়া বাড়িতেই থাকেন অনুপম?

Follow Us

ব্যাঙ্কে কোটি কোটি টাকা রয়েছে তাঁর। অভাবের নামমাত্র নেই সংসারে। ৪০ বছর ধরে মুম্বইয়ে বসবাস করছেন তবু এখনও নিজের কোনও বাড়ি কেনেননি অনুপম খের। কিন্তু কেন? কেন ৪০ বছর পার হয়ে গেলেও ভাড়া বাড়িতেই থেকে গেলেন অভিনেতা? মুখ খুলেছেন তিনি।

তাঁর কথায়, “আমি প্রথম থেকে ঠিক করি যাই হয়ে যাক না কেন, আমি বাড়ি কিনব না। কার জন্য কিনব? ভাড়া দাও আর সেখানে থাকো। যে টাকা দিয়ে বাড়ি কেনার কথা ভাবছ ওই টাকা দিয়ে তোমার অ্যাকাউন্টে রাখো। আর বেঁচে যাওয়া টাকা দিয়ে ঘর ভাড়া দাও।” তিনি আরও যোগ করেন, “এর চেয়ে ভাল লোকের মঙ্গলের জন্য ওই টাকা দিয়ে দেওয়া।”

নিজের নামে কোনও বাড়ি কেনেননি তিনি। তবে শিমলাতে মায়ের জন্য কিনে দিয়েছেন এক আটটি ঘর বিশিষ্ট এক বড় বাড়ি। অনুপম জানিয়েছেন, বিয়ে হওয়া ইস্তক ভাড়া বাড়িতেই থেকেছেন তাঁর মা। চেয়েছিলেন নিজের যেন একটা বাড়ি হয়। ছেলের কাছে সে আবদার রাখতেই কিনে দিয়েছেন অনুপম। মা এই মুহূর্তে শিমলাতেই থাকেন। তবে স্ত্রী কিরণ খেরকে নিয়ে অনুপমের নিবাস মুম্বইয়ে। অনুপম ও কিরণের নিজের সন্তান নেই। কিরণের প্রথম পক্ষের সন্তানকেই সন্তান স্নেহে বড় করেছেন অনুপম খের। উল্লেখ্য কিরণের নিজস্ব বাড়ি রয়েছে পঞ্জাবে।

Next Article