ছোটবেলায় তাঁকে এই কাজের জন্যই কদর ছিল দীপিকার! কী করতেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 15, 2024 | 3:26 PM

ওসিডি-তে (পরিষ্কার বাতিক) আক্রান্ত দীপিকা পাড়ুকোন। যেখানেই যান পরিষ্কার করতে শুরু করেন চারপাশটা। এই স্বভাব তাঁর অনেকদিন থেকেই। এর জন্য বিপদেও পড়তে হয়েছে। ছোটবেলায় বন্ধুরা তাঁকে খুব জ্বালাতন করেছিলেন। কীভাবে? প্রত্যেক বন্ধুর বাড়িতে সবার প্রথমে ডাক পেতেন দীপিকা।

ছোটবেলায় তাঁকে এই কাজের জন্যই কদর ছিল দীপিকার! কী করতেন নায়িকা?

Follow Us

ওসিডি-তে (পরিষ্কার বাতিক) আক্রান্ত দীপিকা পাড়ুকোন। যেখানেই যান পরিষ্কার করতে শুরু করেন চারপাশটা। এই স্বভাব তাঁর অনেকদিন থেকেই। এর জন্য বিপদেও পড়তে হয়েছে। ছোটবেলায় বন্ধুরা তাঁকে খুব জ্বালাতন করেছিলেন। কীভাবে? প্রত্যেক বন্ধুর বাড়িতে সবার প্রথমে ডাক পেতেন দীপিকা। তাঁকে ডাকতে ভুলতেন না বন্ধুরা। সব মিলিয়ে কোথাও যেন পারফেক্ট সম্পর্কের গোল সেটার এই সেলেব জুটি নেটদুনিয়ায় ভীষণ পছন্দের। তবে দীপিকাকে নিয়ে যে রণবীরের বিন্দুমাত্র অভিযোগ নেই এমনটাো ভাবনা ভুল, কারণ দীপিকা এতটাই বেশি বাতিকগ্রস্থ জিনিসপত্র পরিষ্কার করা নিয়ে, যে রীতিমত নাজেহাল অবস্থায় রণবীর ফোর করে বসেছিলেন দীপিকার বাড়িতে। এই প্রসঙ্গও সামনে আনতে দ্বিধাবোধ করেননি রণবীর। এবং সেই কারণেই সব পার্টিতে, রাতে বন্ধুদের বাড়িতে স্লিপওভারে ডাক পান তিনি।

কিন্তু আদতে বিষয়টা সেরকম ছিল না। বন্ধুরা বোকা বানাতেন আবেগপ্রবণ দীপিকাকে। তাঁরা দীপিকাকে দিয়ে নিজেদের ঘর পরিস্কার করাতেন, আলমারি গোছাতেন। এবং সব কাজই হাসি মুখে করে দিতেন দীপিকা। কিন্তু একটা সময় পর তিনি বুঝতে পারেন বন্ধুরা তাঁকে ব্যবহার করছেন, তাঁকে একেবারেই ভালবাসেন না। তারপর থেকে বন্ধুদের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিলেন দীপিকা। কিছু জনের সঙ্গে যোগাযোগও বন্ধ করেছিলেন মনের দুঃখে। উল্লেখ্য, নায়িকা এখন কন্যা সন্তানের মা। মেয়েকে ঘিরেই তাঁর এখন পৃথিবী।

Next Article