টেকেনি ৯ বছরের দাম্পত্য, তবুও ‘প্রেমে’ দেবলীনা; তথাগত ছাড়াও এক ব্যক্তিকে ভালবাসেন, কে তিনি?
Debleena Dutta: ব্রেকআপের যন্ত্রণা ভুলতে কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও গর্গ বার্নার্ড শ পড়েন রচনা বন্দ্যোপাধ্য়ায়। তবে দেবলীনা 'মুভ অন' করতে পারেন না। তাঁর বালিকাবেলা থেকে মুভ অন করার রেওয়াজ ছিল না। কিন্তু তথাগত প্রথম প্রেম নন দেবলীনার। দেবলীনার প্রথম প্রেমিকা ছিলেন অন্য একজন। সেই প্রেমিকের সঙ্গে টানা ৭ বছর ভালবাসার সম্পর্ক ছিল দেবলীনার। সেই প্রেমিক সম্পর্কে TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকারে কী বলেছিলেন দেবলীনা?
পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্য়ায়ের সঙ্গে বিবাহিত জীবনে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ৯ বছর সংসার করার পর সেই বিয়ে ভেঙে যায় দেবলীনার। কিন্তু আলাদা হয়ে গেলেও সেই সম্পর্ক থেকে নিজেকে পুরোপুরি বের করে আনতে পারেননি দেবলীনা। তাঁকেই মন থেকে আজও ভালবাসেন অভিনেত্রী। ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডে-তে TV9 বাংলাকে বলেছিলেন, “তথাগতকে ভালবাসতে হলে আমার তথাগতরই প্রয়োজন, এমনটা কিন্তু নয়।” ব্রেকআপের যন্ত্রণা ভুলতে কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও গর্গ বার্নার্ড শ পড়েছেন। তবে দেবলীনা ‘মুভ অন’ করতে পারেন না। তাঁর বালিকাবেলা থেকে মুভ অন করার রেওয়াজ ছিল না। কিন্তু তথাগত প্রথম প্রেম নন দেবলীনার। দেবলীনার প্রথম প্রেমিকা ছিলেন অন্য একজন। সেই প্রেমিকের সঙ্গে টানা ৭ বছর ভালবাসার সম্পর্ক ছিল দেবলীনার। সেই প্রেমিক সম্পর্কে TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকারে কী বলেছিলেন দেবলীনা?
অভিনেত্রী দেবলীনা দত্ত TV9 বাংলাকে আগেই বলেছিলেন, “আমার ছোটবেলার পাড়াতে সেই প্রেম হয়েছিল আমার। ছেলেটিই ছিল আমার জীবনের প্রথম প্রেমিক। ক্লাস টেনে পড়তাম তখন। তাঁকে খুব ভালবেসেছিলাম আমি। ৭ বছর সম্পর্কটায় ছিলাম। আমার পরিবারও মেনে নিয়েছিল আমার সেই প্রেমিককে। ক্লাস টেনে ওর সঙ্গে ভালবাসা বিনিময় করেছিলাম। আমি ওকে নিয়ে চলে যাই দাদুর টিউশনে, যেখানে আমাদের সাতদিন ধরে সরস্বতী পুজো পালন করা হত। আর সেই সাতটা দিন প্রেমেই পড়ে থাকতাম আমরা। আমার সেই প্রেমিকও যেত আমার হাত ধরে।”
কিন্তু সেই প্রেমিক দেবলীনার অতীত। প্রথম প্রেম বলে কিন্তু আজও তাঁকে মনে রেখে দিয়েছেন। দেবলীনার সঙ্গে তাঁর এক অনাবশ্যক কারণে ব্রেক-আপ হয়েছিল। বিষয়টি নিয়ে মুখ খোলেননি দেবলীনা। বলেছিলেন, “তবুও সেই সময়টার সঙ্গে ব্রেক-আপ করতে পারি না আজও। আসলে সময়টাই মনে থাকে, মানুষ ফিকে হয়ে যায়। আমার সেই দাদু আজ নেই। কিন্তু ফেলে আসা বসন্তগুলো সেই টিউশনের আনাচে-কানাচে পড়ে থাকতে দেখি। এখনও আমার মনের মধ্যে ভাজতে থাকে ‘পহেলা নশা পহেলা খুমা, নয়া পেয়ার হ্যায়, নয়া ইন্তেজ়ার…’”