Local Train: শুধু এ বছর নয়, নতুন বছরের শুরুতেও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

Local Train: আগামী ২১ তারিখ শনিবার ও ২০২৫ সালের ২২ জানুয়ারি বুধবার বেশ কিছু লাইনে পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে এই দু’দিন বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। একনজরে দেখে নিন তালিকা।

Local Train: শুধু এ বছর নয়, নতুন বছরের শুরুতেও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 19, 2024 | 10:32 PM

কলকাতা: ফের ট্রেন বাতিল। বছর শেষে তো বটেই, নতুন বছরের শুরুতেও ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা হাওড়ায়। হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে তৈরি হবে দুই লেনের নতুন ওভারব্রিজ। সে কারণেই আগামী ২১ তারিখ শনিবার ও ২০২৫ সালের ২২ জানুয়ারি বুধবার বেশ কিছু লাইনে পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে এই দু’দিন বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে। 

বাতিল তালিকায় থাকছে…

ব্যান্ডেল জংশন থেকে হাওড়া পর্যন্ত: 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37288 

এই খবরটিও পড়ুন

শেওড়াফুলি থেকে হাওড়া: 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064 

বেলুড় মঠ থেকে হাওড়া: 37112, 37118 

শ্রীরামপুর থেকে হাওড়া: 37012, 37014

হাওড়া থেকে ব্যান্ডেল জংশন: 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37278।

হাওড়া থেকে শেওড়াফুলি: 37041, 37043, 37045, 37047, 37049, 37051,37055, 37057, 37059, 37061, 37063 

হাওড়া থেকে বেলুড় মঠ: 37111, 37117 

হাওড়া থেকে শ্রীরামপুর : 37011, 37013

একইসঙ্গে 03051 আপ হাওড়া – বর্ধমান মেমু স্পেশ্যাল ২৩ ও ২৮ ডিসেম্বর হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই হাওড়ার পাশাপাশি শিয়ালদহ শাখাতেও গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থেকেছে। কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও ওভারহেড বা কখনও রেল ট্র্যাকের কাজের জন্য বাতিল হয়েছে অনেক দূরপাল্লার ট্রেনও। এবার নতুন বছর শুরুর আগেই এসে গেল রেলের নতুন বিবৃতি।