সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন শাহরুখ খান। চলতি বছরের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি। ৩০ বছরেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করার পর কেন একটিও হলিউড ছবিতে অভিনয় করলেন না শাহরুখ, তা নিয়ে মুখ খুলেছেন কিং খান।
শাহরুখ জানিয়েছেন, হলিউডের অস্কারজয়ী ‘স্লামগড মিলিয়নেয়ার’ ছবিতে অনিল কাপুরের জায়গায় অভিনয় করার কথা ছিল তাঁর। বলেছিলেন, “‘স্লামগড মিলিয়নেয়ার’ ছবিতে আমাকে একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক ড্যানি বয়েল। সেই সময় আমি ভারতে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক। স্লামগডে একই ধরনের গেম শো দেখানো হয়, সেটির সঞ্চালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। আমি নাকচ করি বলে অনিল কাপুরের কাছে অফার চলে যায়।”
‘স্লামগড মিলিয়নেয়ার’ ছবিটি নিয়ে পরিচালক ড্যানি বয়েলের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছিলেন শাহরুখ। শাহরুখ বলেছেন, “ড্যানি খুবই মিষ্টি এক মানুষ। সেই সময় টেলিভিশনের পর্দায় সাফল্যের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ছবির সঞ্চালনা করছিলাম। আমাকে বলা হয়েছিল, ছবিতে সঞ্চালকের চরিত্রটি খুবই খারাপ মানুষ।”
‘স্লামগড মিলিয়নেয়ার’ ছবিটির জন্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রযোজকেরাই শাহরুখের নাম সুপারিশ করেছিলেন পরিচালককে। কিন্তু শাহরুখ তা করতে রাজি হননি চরিত্রটি অসৎ বলে। ড্যানিকে সরাসরি বিষয়টি বলেছিলেন শাহরুখ। বলেছিলেন, “ড্যানিকে বিষয়টি বলি, ওকে জানাই এই কাজটা আমি করতে পারব না। জানাই, আমার চেয়ে আরও অনেক ভাল অভিনেতাকে আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় অনিল কাপুর দারুণ পারফর্ম করেছিলেন ছবিতে।”