কেন বিয়ে করলেন না অম্বরীশ? জবাব দিলেন অকপট…

Sneha Sengupta |

Jun 29, 2024 | 3:36 PM

Ambarish Bhattacharya: ৪০ পেরিয়ে গিয়েছে। কিন্তু তাও বিয়ে করেননি অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কেন? এই প্রশ্নের জবাবই অভিনেতা দিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি সমঝোতা করতে পারবেন না। বিরহের ভয়ে আছে অভিনেতার মনে।

কেন বিয়ে করলেন না অম্বরীশ? জবাব দিলেন অকপট...
অম্বরীশ ভট্টাচার্য।

Follow Us

৪০ বছর পেরিয়ে গিয়েছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যর? কিন্তু তাও তিনি বিয়ে করেননি। এখনও পর্যন্ত তিনি সিঙ্গল এবং দারুণ খুশি। জীবনের ধ্যানজ্ঞান করে ফেলেছেন অভিনয়কেই। তাঁর উপর রয়েছে তাঁর সাহিত্যচর্চা এবং গান। জীবনে প্রেম আসলেও বিয়ে করেননি অম্বরীশ, তা নিয়ে কী বলেছিলেন অভিনেতা?

অনেকের ক্ষেত্রেই কিশোর বয়সে প্রেম জানান দেয়। তেমনই এক সময়ে প্রেমিকা জুটে গিয়েছিল অম্বরীশের। পরবর্তীকাল সেই প্রেম তাঁর কাছে ঝাপসা হয়ে যায়। এক সাক্ষাৎকারে মজা করে অভিনেতা বলেছিলেন, “চোখে অপারেশন করে আমাকে সেই প্রেমকে দেখতে হবে আবার। তখনই আমার মনে পড়বে সেই প্রেমিকার কথাও।” সেই প্রেমকে ভুলেই গেছেন অভিনেতা।

বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের একাধিক বিবাহবিচ্ছেদ দেখে শঙ্কিত হয়ে পড়েছেন অম্বরীশ। তিনি মনে করেন, জীবনে অতিরিক্ত প্রেম এলে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। বিচ্ছেদ থেকে আসে বিরহ। জীবনে বিরহের কোনও জায়গা নেই অভিনেতার। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, “প্রেম করতে কার না ভাল লাগে। আমারও লাগে। তবে সমঝোতা করে থাকতে পারব না। ফলে আমার প্রেমগুলো টেকেনি। আর বিয়ে করিনি বলে আমার ডিভোর্সটাও হয়নি।” তাই অভিনেতার সোজা হিসাব, “প্রেমের রাস্তা দিয়েই আমি হাঁটতে চাই না। উপর-উপর কাউকে ভাল লাগলে ঠিক আছে। গভীরে যাওয়া মানা।”

Next Article