গোলাপ পেতে ভালবাসেন না বাংলা সিরিয়ালের দুঁদে খলনায়িকা অহনা, কীসের এত ভয় অভিনেত্রী

Sneha Sengupta |

Feb 08, 2024 | 12:25 PM

Ahona Dutta: সিরিয়ালে অভিনয় এবং প্রেমিকের সঙ্গে বসবাস... সবটা মিলিয়ে ভালই জীবন কাটছে অহনার। জীবনটাকে চুটিয়ে উপভোগ করছেন তিনি। এদিকে চলছে প্রেমের মাস। বসন্ত এসে গিয়েছে। ৭ ফেব্রুয়ারি ছিল রোজ় ডে। অর্থাৎ, 'আন্তর্জাতিক গোলাপ দিবস'।

গোলাপ পেতে ভালবাসেন না বাংলা সিরিয়ালের দুঁদে খলনায়িকা অহনা, কীসের এত ভয় অভিনেত্রী
অহনা দত্ত।

Follow Us

প্রেমিক দীপঙ্করের সঙ্গে লিভ ইন সম্পর্কে আছেন অভিনেত্রী অহনা দত্ত। বছর ২০-র অহনা প্রেম করেন তাঁর প্রথম অভিনীত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র মেকআপ আর্টিস্টের সঙ্গে। দীপঙ্করের সঙ্গে তাঁর বয়সের ফারাকটাও অনেকটাই। মাত্র ১৪ বছরের বড় দীপঙ্কর। মায়ের সঙ্গে ঝামেলা করে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অহনা। মায়ের সঙ্গে তাঁর সম্পর্কও তিক্ত হয়েছে খানিক। প্রেমিকের মধ্য়েই মায়ের মায়া-মমতা-স্নেহ খুঁজে পেয়েছেন পর্দার এই দুঁদে খলনায়িকা।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মিশকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত। কটা চোখের সুন্দরী অভিনেত্রীকে সক্কলে দারুণ পছন্দ করেছেন। সেই অভিনেত্রী বাস্তব জীবনে তেমনই সরল-সাদাসিধে। দীর্ঘদিন ভিলেনের চরিত্রে অভিনয় করতে-করতে খানিক হাঁপিয়েও উঠেছেন অহনা। TV9 বাংলাকে বলেছেন, “আমি এখন চাইছি দারুণ শক্তিশালী নায়িকার চরিত্রে অভিনয় করতে। জানি না ঈশ্বর কী করবেন আমার জন্য।”

সিরিয়ালে অভিনয় এবং প্রেমিকের সঙ্গে বসবাস… সবটা মিলিয়ে ভালই জীবন কাটছে অহনার। জীবনটাকে চুটিয়ে উপভোগ করছেন তিনি। এদিকে চলছে প্রেমের মাস। বসন্ত এসে গিয়েছে। ৭ ফেব্রুয়ারি ছিল রোজ় ডে। অর্থাৎ, ‘আন্তর্জাতিক গোলাপ দিবস’। দীপঙ্করের থেকে কটা গোলাপ পেলেন অহনা? বলেছেন এক আশ্চর্য কথা, “গোলাপ দিয়ে কী হবে? গোলাপ দিলে তো তার কাঁটাগুলোও লাগবে গায়ে। তাই গোলাপ ক্যান্সেল।”

সামনেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আসছে। বেশ টেনশনে আছেন অহনা। TV9 বাংলা ঘরের বায়োস্কোপে তিনি জিতে নিয়েছিলেন অ্যাওয়ার্ড। সেরা ভিলেন হিসেবে তিনিই হয়েছিলেন দর্শকদের বিচারে সবচেয়ে প্রিয় খলনায়িকা।

Next Article