আরজি কর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ২০২৪ সালে পথে নেমেছিলেন টলিপাড়ার বহু শিল্পীরা। প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন অনেকেই। সেই সরব শিল্পীদের নিয়েই আবার বিতর্কের সৃষ্টি হয়। সেই তালিকায় ছিলেন লগ্নজিতা চক্রবর্তীও। সম্প্রতি সেই কারণকে কেন্দ্র করে বিতর্কে জড়ায় গায়িকার নাম।
যদিও এই বিতর্কের মাঝে কোনও মন্তব্য করেননি লগ্নজিতা। এরই মাঝে নতুন বছরে একটি লম্বা পোস্ট করলেন গায়িকা। তবে তাঁর এই পোস্টের সঙ্গে বিতর্কের কোনও সম্পর্ক নেই। গায়িকা নিজের একটি অন্য ভাবনা ভাগ করে নিয়েছেন এই পোস্টের মাধ্য়মে। বর্তমানে গান হোক বা সিনেমা তারকাদের কাজ পাওয়া, পারিশ্রমিক এই সব কিছুই নির্ভর করে তাঁদের ‘পিআর’ টিমের উপর। নতুন বছরে এটাই বার বার ভাবাচ্ছে লগ্নজিতাকে। একটি লম্বা পোস্ট করেছেন তিনি।
লগ্নজিতা লেখেন, “কয়েক দিন আগে এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল যে কিছুদিন আঘেই দিলজিতের কনসার্টে গিয়েছিল। ফলে আমি কনসার্টের বিষয়ে আমি নানা প্রশ্ন জিজ্ঞেস করি। অদ্ভুত বিষয় ওকে আমি দিলজিতের প্রিয় কিছু গান জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলতে পারল না। বলল কনসার্টের পরিবেশের জন্য ও গিয়েছিল। এ দিকে অরিজিত্ সিংয়ের কোনও কনসার্টে না গিয়ে পর পর গানের নাম বলতে পারল। আমার বছরটাই শুরু হয়েছে এক বিভ্রান্তি দিয়ে। পিআর কি এখন সব?” গায়িকা কি কোনও উত্তর পেলেন? না সেই উত্তর অবশ্য জানা যায়নি।