মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী কিয়ারা আডবাণী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল তাঁদের প্রতিটা বিয়ের মুহূর্তের আপডেট। তবে বিয়ে পর্ব সেরে ফেলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোথায়? প্রতিটা পলকে অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে টাটকা ছবি হাতে মিলতে সময় লাগল অনেকটা। প্রায় যখন রাত, বিয়ের খবর ছড়িয়ে গিয়েছে সর্বত্র, তখন সামনে এল প্রথম ছবি। সেই ছবির কমেন্ট সেকশনে খুব স্বাভাবিকভাবেই ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে বিভিন্নজনের মন্তব্য। সেলেব থেকে শুরু করে ভক্তরা, কেউ তালিকা থেকে বাদ পড়লেন না। সকলেই পালা করে এসে সারা রাত ধরে শুভেচ্ছা জানাতে থাকলেন জুটিকে।
তবে সেই পোস্টে এসেই সকলের সামনেই এবার ক্ষমা চেয়ে বসলেন দক্ষিণী স্টার রাম চরণের স্ত্রী উপাসনা কৌন্দিলা। নবদম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার কাছে এবার ক্ষমা চেয়ে নিলেন তিনি। সেলেবজুটির বিয়েতে পেয়েছিলেন নিমন্ত্রণ। কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেননি তিনি। পোস্ট দেখা মাত্রই কমেন্ট বক্সে হাজির হয়ে যা লিখলেন, তা সকলের নজর কাড়ল। লিখলেন, শুভেচ্ছা, খুব সুন্দর, তবে আমরা দুঃখিত বিয়েতে উপস্থিত থাকতে পারলাম না। তোমাদের অনেক ভালবাসা।
উপাসনা এখন অন্তঃসত্ত্বা। রাম চরণেই সন্তানের মা হতে চলেছেন তিনি। যদিও গতবছর অর্থাৎ ২০২২ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এখনই মা হতে চান না উপাসনা। তিনি বারে বারে স্পষ্ট বলেছিলেন যে, নিজের কিছু করতে চান আগে। তবে কয়েকমাসের মধ্যেই মিলেছিল সুখবর। বাইরে ঘুরতে যাওয়ার ছবিও ভাইরাল হয় রাম চরণের সঙ্গে। তবে রাম চরণ এখন ব্যস্ত রয়েছেন তাঁর ছবি আরআরআর নিয়ে। দেশে বিদেশে সম্মান পাচ্ছে এই ছবি। যার ফলে মাঝে মধ্যেই ছুঁটে বেড়াতে হচ্ছে তাঁকে।