১০ বছর পর্দায় দেখা নেই রেখার, নেপথ্যে রয়েছে কী কারণ?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 27, 2024 | 6:11 PM

২০১৪ সালের পর আর পর্দায় ফেরেননি অভিনেত্রী রেখা। কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি যিনি উপহার দিয়েছেন, হঠাৎ করে বলিউড থেকে কীভাবে বিমুখ হলেন তিনি? তবে কি ছবির প্রস্তাব গেল না তাঁর দরজায়, নাকি তিনি নিজেকে পরিকল্পিতভাবে সরিয়ে রেখেছেন সিনেমা জগত থেকে?

১০ বছর পর্দায় দেখা নেই রেখার, নেপথ্যে রয়েছে কী কারণ?
কার জন্য আজও সিঁদুর পরেন রেখা জানেন?

Follow Us

২০১৪ সালের পর আর পর্দায় ফেরেননি অভিনেত্রী রেখা। কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি যিনি উপহার দিয়েছেন, হঠাৎ করে বলিউড থেকে কীভাবে বিমুখ হলেন তিনি? তবে কি ছবির প্রস্তাব গেল না তাঁর দরজায়, নাকি তিনি নিজেকে পরিকল্পিতভাবে সরিয়ে রেখেছেন সিনেমা জগত থেকে? এ প্রশ্নের উত্তর খুঁজছেন বহুদিন ধরেই তাঁর ভক্তরা। তাঁকে নয় বছর ধরে কেন পর্দার সামনে দেখা গেল না…। অথচ অমিতাভ বচ্চন শাবানা আজমি একের পর এক কাজ করে চলেছেন। সেই তালিকায় কি তবে রেখা আর থাকবেন না! আর কি কোনওদিনই ছবি করবেন না তিনি? তাঁর ভক্তরা আজও এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। যদিও খুব একটা কৌতুহল সৃষ্টি না করেই, এ প্রশ্নের উত্তর নিজেই দিলেন এবার রেখা।

স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ছবি করবেন না এমন কোন সিদ্ধান্ত নেননি। ছবিতে কাজ তিনি করতেই পারেন, কিছু শর্ত আছে। প্রয়োজন সঠিক চরিত্র। ছবির প্রস্তাব পাচ্ছেন না এমন নয়, তবে কোনটা তিনি করবেন, আর কোনটা করবেন না, এই সিদ্ধান্ত একমাত্র তিনিই নেবেন। মনের মতো সেই স্ক্রিপ্ট আজও তাঁর হাতে পৌঁছায়নি। রেখার কথায় তিনি আজও অপেক্ষায় রয়েছেন।

তাঁর মতো কোনও চরিত্র যদি সৃষ্টি হয়, তবে সে চরিত্র তাঁকে ঠিক খুঁজে বার করবে বলেই বিশ্বাস অভিনেত্রীর। ফলে রেখার ভক্তদের মন খারাপের কোনও কারণ নেই। যে কোনও মাধ্যমেই তিনি ফিরতে রাজি আছেন বলে সাফ জানিয়ে দেন। কাজ তিনি করতে চান, কাজ তিনি ভালবাসেন। সমস্যা একটাই মনের মতো চরিত্র না হলে এখন আর ছবি করতে চান না অভিনেত্রী। সেই কারণেই ফিরিয়েছেন অনেক ছবির প্রস্তাব। আর অপেক্ষায় আছেন মনের মতো এমন কোনও গল্পের, যেখানে কেবল তাঁকেই মানায়। এখন দেখার, আগামী কোন ছবির কোন চরিত্রে রেখা নিজেকে ফুটিয়ে তুলতে আগ্রহী হয়।

Next Article
সঞ্জয়কে গোপনে বিয়ে! অভিনেতার নামেই আজও সিঁদুর পরেন রেখা?
করিনা হিন্দু নন, মুসলমানও নন, জানেন করিনা কোন ধর্মে বিশ্বাসী?