TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 15, 2022 | 7:16 PM
শাহরুখের বিপরীতে প্রথম আত্মপ্রকাশ। অভিনেত্রীর নাম সুচিত্রা কৃষ্ণমূর্তী। কাভী হা কাভী না ছবি-তে যাঁকে দেখে এক কথায় প্রেমে পড়ে গিয়েছিলেন ভক্তরা। হঠাৎই উধাও তিনি অভিনয় জগত থেকে! বারে বারে যাঁর খোঁজ চলেছিল সিনে দুনিয়ায় তিনি কোথায় হারিয়ে গেলেন!
বলিউডে পা রাখার পরই তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সকলের প্রিয় অ্যানাকে যখন সকলে খোঁজ করছে, ঠিক সেই সময়ই তিনি পরিচালক শেখর কাপুরকে বিয়ে করে বসেন। সমস্যা শুরু হয় সেখান থেকেই। শেখর কাপুর মেনে নেননি যে তিনি অভিনয় করুক।
পরিবারে নিত্য অশান্তি লেগেই থাকত। কারণ একটাই। তাঁকে কোনও মতে অভিনয় করতে দেওয়া হবে না। প্রথমে চাপ সৃষ্টি করা হয় পরিবার থেকে। অশান্তি ওঠে তুঙ্গে। সেখান থেকেই শুরু হয় নয়া জল্পনা। তিনি ভেবেছিলেন সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর স্বামী তাঁকে সাহায্য করবে। কিন্তু তেমনটাও ঘটে না।
স্বামীও একইভাবে অত্যাচার চালাতে থাকেন। ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপরই তাঁর জীবনের গ্রাফটা যায় পাল্টে। টানা আট বছরের সংসার জীবন সুচিত্রার। অবশেষে ২০০৭ সালে তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অভিনেত্রীর কথায়, সকলে তাঁকে ভীষণ পছন্দ করলেও তিনি নিজেকে সেই মাত্রই গুরুত্ব দেননি। এটাই ছিল তাঁর মস্ত ভুল।
যার ফলে চেনা গ্রাফ পাল্টে যেতে থাকে তাঁর জীবনের। এবং অভিনয় জগত থেকে তিনি সরে যেতে থাকেন। এই কারণেই আজও আক্ষেপ কাজ করে সুচিত্রার মনে। এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলে ঠিক এমনটাই জানিয়ে ছিলেন তিনি।