বিদেশে গিয়ে এ কী হাল স্বস্তিকার, চটি হাতে ঘুরছেন অভিনেত্রী? ভাইরাল ছবি
Swastika Mukherjee: সম্প্রতি এক ছবি হল ভাইরাল। যেখানে দেখা গেল, জুতো হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একহাতে একজোড়া জুতো, অন্য হাতে আরেকটি। কিন্তু হয়েছেটা কী? কী এমন কারণে এই হাল হল অভিনেত্রীর?
স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিপাড়ার ডাকসাইটে অভিনেত্রী। যাঁকে নিয়ে নিত্য চর্চা থাকে আজও তুঙ্গে। স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই গ্ল্যামার, পর্দায় একের পর এক ভাল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সকলের নজর কেড়েছেন পলকে। বলিউডেও জমিয়েছেন আসর। সেই অভিনেত্রীর বিদেশে গিয়ে এ কী হাল? সম্প্রতি এক ছবি হল ভাইরাল। যেখানে দেখা গেল, জুতো হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একহাতে একজোড়া জুতো, অন্য হাতে আরেকটি। কিন্তু হয়েছেটা কী? কী এমন কারণে এই হাল হল অভিনেত্রীর? না, কোনও বিপদ নয়, চিন্তারও কোনও কারণ নেই। এই ছবি মায়ের কাছে খুব একটা নতুন নয়। ফলে তিনিও খোলা মনেই তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
স্বস্তিকার মেয়ে অন্বেষা মুখোপাধ্যায় বাইরে পড়াশুনা করছিলেন। তিনি এবার স্নাতক হলেন। আর মেয়ের জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে এবার তিনিও পৌঁছে গেলেন বিদেশে। UK-তে গিয়ে এই কাণ্ড ঘটালেন তিনি। দিনের শেষে তিনি তো মা, মেয়ের সুবিধা-অসুবিধা নজর রাখাই তাঁর মূল কাজ। সেই জায়গা থেকেই তাঁর হাতে উঠল দুই জুতো।
আসলে তাঁর মেয়ে বেশিক্ষণ হিল জুতো পরে থাকতে পারেন না। সেই কারণেই তিনি চটি হাতে দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে লিখলেন, ‘মায়েরা যেটা সব থেকে ভাল পারে সেটাই করছি। সব পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ নিয়ে চলেছি। হাতে চপ্পল নিয়ে ঘুরছি যাতে অনুষ্ঠানের পর মেয়ে পরতে পারে। হিল ক্ষণিকের ব্যবহার করার জন্যই। আর এই ব্যাগে নিজের গোটা সংসার নিয়ে চলেছি।’ তাঁর পোস্ট দেখা মাত্রই সকলেই স্টারকিড অন্বেষাকে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন।