Exclusive: ‘তোমাদের অনুষ্ঠানে ওই একটাই মুহূর্ত…’, শুভশ্রীকে নিয়ে কী বললেন দেব
TV9 বাংলার এক সাক্ষাত্কারে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও প্রশ্ন করা হয়েছিল এই ছবি নিয়ে। তিনি বলেছেন, ছবিটা দর্শকের সামনে এনে টিমের তরফে তাঁদের যা করার ছিল, সেটা করে দিয়েছেন। এবার তিনি দেখতে চান, দর্শক এই ছবির জন্য কতটা ভিড় করেন, ছবিটাকে অনুরাগীরা কত সফল করে তোলেন। দেব আর শুভশ্রী একসঙ্গে এই ছবির জন্য প্রচার করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়।

১৪ অগাস্ট আসছে ‘ধূমকেতু’। এই ছবিতে জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটা তৈরির হয়েছিল বছর দশ আগে। তারও আগে দেব-শুভশ্রী প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁদের বিচ্ছেদ হয়। তাই ‘ধূমকেতু’-র শুটিংয়ের পর আট-ন’ বছর কথা বলেননি দেব-শুভশ্রী। যদি এই ছবি হিট হয়, তা হলে ভবিষ্যতে কি দেব-শুভশ্রীকে আবার দেখা যাবে একসঙ্গে? TV9 বাংলার প্রশ্নের উত্তরে দেব বললেন, ”দশ বছর ধরে কথাই হয়নি। ‘ধূমকেতু’ শেষ হওয়ার পর হয়তো কিছুদিন কথা হয়েছে। তারপর আমরা মুখই দেখিনি বহু বছর। তোমাদের অনুষ্ঠানে (ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড) ওই একটাই মুহূর্ত যখন আমরা হাত মিলিয়েছিলাম কত বছর। না দেখা হয়, না কথা হয়, না আলোচনা হয় কিছু নিয়ে। জানি না। আই ডোন্ট নো…”।
TV9 বাংলার এক সাক্ষাত্কারে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও প্রশ্ন করা হয়েছিল এই ছবি নিয়ে। তিনি বলেছেন, ছবিটা দর্শকের সামনে এনে টিমের তরফে তাঁদের যা করার ছিল, সেটা করে দিয়েছেন। এবার তিনি দেখতে চান, দর্শক এই ছবির জন্য কতটা ভিড় করেন, ছবিটাকে অনুরাগীরা কত সফল করে তোলেন। দেব আর শুভশ্রী একসঙ্গে এই ছবির জন্য প্রচার করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়। বাংলা ছবির এই হিট জুটিকে একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষারত সিনেমাপ্রেমীরা।
১৪ অগাস্ট বড়পর্দায় আসছে ‘ওয়ার টু’। কিন্তু বাংলার অনেক দর্শকই মনে করছেন আগে তাঁরা ‘ধূমকেতু’ দেখতে চান। দেব-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখার উন্মাদনাই এর কারণ। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটা দেখতে দর্শকের ভিড় হবে, সেই ব্যাপারে আশাবাদী সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা।
