AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোবিন্দা আর সুনীতা কি একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করবেন?

গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা অহুজার বিয়ে ভাঙার গুঞ্জন আবারও সামনে এসেছে।  তবে অভিনেতার টিম জোর দিয়ে বলেছে যে এই নতুন জল্পনার কোনও সত্যতা নেই। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সুনীতা ৫ ডিসেম্বর, ২০২৪-এ বান্দ্রা ফ্যামিলি কোর্টে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। যেখানে তিনি পরকীয়া, নির্যাতন এবং পরিত্যাগের অভিযোগ এনেছেন।

গোবিন্দা আর সুনীতা কি একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করবেন?
| Edited By: | Updated on: Aug 25, 2025 | 4:00 PM
Share

গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিয়ে ভাঙার গুঞ্জন আবারও সামনে এসেছে।  তবে অভিনেতার টিম জোর দিয়ে বলেছে যে এই নতুন জল্পনার কোনও সত্যতা নেই। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সুনীতা ৫ ডিসেম্বর, ২০২৪-এ বান্দ্রা ফ্যামিলি কোর্টে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। যেখানে তিনি পরকীয়া, নির্যাতন এবং পরিত্যাগের অভিযোগ এনেছেন।

এই খবর নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন, “এটা নতুন কিছু নয়। এই একই খবর ছয়-সাত মাস আগেও এসেছিল। সুনীতা ছয়-সাত মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন, এখন সবকিছু মিটে যাচ্ছে। এক-দু’ সপ্তাহের মধ্যেই সবাই সব জেনে যাবেন”। তিনি বলেন যে গোবিন্দর পরিবার এখন গণেশ চতুর্থী উদযাপন নিয়ে ব্যস্ত। “পুরো পরিবার মিলে গণেশ চতুর্থী উৎসব উদযাপন করবে, যার প্রস্তুতিতে সুনীতা ব্যস্ত রয়েছেন,” তিনি স্পষ্ট করেন।

গোবিন্দর আইনজীবী ললিত বিন্দালও একই মত প্রকাশ করে এই প্রতিবেদনকে “পুরনো খবর” বলে উড়িয়ে দেন। গোবিন্দা বা সুনীতা কেউই এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তাঁদের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, যখন প্রতিবেদনে বলা হয় যে সুনীতা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। সেই সময়, ললিত বিন্দাল নিশ্চিত করেন যে সুনীতা একটি আবেদনে “ভুল বোঝাবুঝির” কথা উল্লেখ করেছেন।

গোবিন্দ নিজে এই বিতর্ক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন । তবে সুনীতা একাধিক সাক্ষাৎকারে তাঁদের দাম্পত্য কলহের ইঙ্গিত দিয়ে জল্পনাকে আরও উসকে দেন—এমনকী একবার বলেছিলেন যে, পরের জন্মে তিনি গোবিন্দকে বিয়ে করতে চাইবেন না। এখন গণেশ চতুর্থীতে দু’ জনকে একসঙ্গে দেখা যাবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।