কার হাতে উঠে এল ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন তালিকা
সেরা অভিনেতার (আংরেজি মিডিয়াম) পুরস্কার পেলেন প্রয়াত অভিনেতা ইরফান খান।
গুরগাও ফিল্মসিটি, মুম্বইয়ে অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে সাত-সাতটি পুরস্কার পেল অনুভব সিনহার ছবি ‘থপ্পড়়’। তারপর ছটি পুরস্কার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গুলাবো সিতাবো’। সেরা অভিনেতার (আংরেজি মিডিয়াম) পুরস্কার উঠে এল প্রয়াত অভিনেতা ইরফাান খানের ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার ছাড়াও জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন ইরফান।
আরও পড়ুন গলায় গাঁদার মালা, ‘রাতদুপুরে’ গেরুয়া-লাল আবিরে রঙিন হয়ে উঠলেন রুদ্রনীল, রইল একগুচ্ছ ছবি
অভিনেতার নাম ঘোষণা হওয়ার পরেই মঞ্চ থেকে দর্শকাসন ভরে গেল বিষণ্ণতায় এবং একই সঙ্গে গর্বে। সেরা অভিনেতা (ক্রিটিক্স) পুরস্কার পেলেন অমিতাভ বচ্চন। পুরস্কৃত হলেন তাপসী পান্নু (সেরা অভিনেত্রী) এবং তিলোত্তমা সোম (সেরা অভিনেত্রী, ক্রিটিক্স)। দেখে নেওয়া যাক বিজেতাদের গোটা তালিকা।
সেরা ছবি—থপ্পড়
সেরা ছবি (ক্রিটিক্স)—ইব আলায় উউউ
সেরা পরিচালক— ওম রাউত (তানাজি : দ্য আনসাং হিরো)
সেরা অভিনেতা—ইরফান খান (আংরেজি মিডিয়াম)
সেরা অভিনেত্রী—তাপসী পান্নু (থপ্পড়)
সেরা অভিনেতা—অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
সেরা অভিনেত্রী—তিলোত্তমা সোম (ইজ দিস এনাফ? স্যর)
সেরা সহ-অভিনেতা—সইফ আলি খান ()
সেরা সহ-অভিনেত্রী—ফারুখ জাফার ()
সেরা গল্প—থপ্পড়
সেরা স্ক্রিন-প্লে—রোহেনা গেরা (ইজ দিস এনাফ? স্যর)
সেরা গীতিকার—গুলজার (ছাপাক)
সেরা গায়ক—রাঘব চৈতন্য (থপ্পড়)
সেরা গায়িকা—আসিস কৌড় (মলং)
জীবনকৃতি সম্মান—ইরফান খান