পরনে আকাশি সাদা অকাশি রঙের স্কার্ট আর সেই সঙ্গে মানানসই টপ। মাটিতে বন্ধুর সঙ্গে বসে রয়েছে বছর ১২ বা ১৩ কিশোরী। সামনে একগুচ্ছ পলাশ। পাশে বসে রয়েছে তার কাছের বান্ধবী। সাদা-আকাশি স্কার্টে অভিনেত্রীকে চিনতে পারছেন। তখন হয়তো তিনি নিজেও জানতেন না যে এক দিন গোটা শহরের মানুষ তাঁকে চিনবেন। কাটোয়ার মেয়ে তিনি। টলিপাড়ার প্রতিবাদী মুখও বলা হয়ে থাকে তাঁকে। চিনতে পারছেন অভিনেত্রীকে। তিনি হলেন শ্রুতি দাস।
নিজের সমাজমাধ্যমের পাতায় তিনি খুবই সক্রিয়। প্রতি মুহূর্তে কিছু না কিছু পোস্ট করতে থাকেন শ্রুতি। একটি সিরিয়ালই তাঁর জীবন ঘুরিয়ে দিয়েছে তা বলা যেতেই পারে। কাটোয়া থেকে কলকাতা আসা অভিনয় সূত্রেই । তার পর এখন তো তিনি ছোট পর্দা, বড় পর্দায় দাপিয়ে কাজ করছেন। যে কোনও প্রতিবাদে সরব হতেও পিছু পা হন না তিনি। আরজি কর কাণ্ডে রাস্তায় নেমে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে তাঁকে। গায়ের রঙ নিয়েও তাঁকে টলিপাড়ায় কম কটাক্ষ সহ্য করতে হয়নি। তবে কোনও কিছুই গায়ে মাখেন না। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। অভিনেত্রী শ্রুতিই এ দিন ফিরে গেলেন তাঁর ছোটবেলায়। নিজের বান্ধবীর সঙ্গে এই ছবিটি পোস্ট করেন নায়িকা।
কাটোয়ায় নিজের বাড়িতেই তুলেছিলেন ছবিটি অনেক বছর আগে। আবারও সেই একই মুহূর্তের পুনরাবৃত্তি। বাড়িতে তোলা সেই ছবিই ভাগ করে নিলেন শ্রুতি। তাঁর সেই ছবি দেখে অনেকে মন্তব্য করেছেন। ছোট্ট শ্রুতিকে দেখে তাঁর অনুরাগীরাও বেশ খুশি। উল্লেখ্য, নায়িকাকে এই মুহূর্তে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। কিছু দিন আগে শেষ করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আমার বস’। তার পর একটি সিরিজেও তাঁকে দেখা যাবে। সব মিলিয়ে জীবনকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন নায়িকা।