ডিভোর্স হয়েছে এক বছর আগে, বউয়ের সাজে টলিপাড়ার নায়িকাকে চিনতে পারছেন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 07, 2025 | 9:27 PM

মাথায় ভেল, পরনে সাদা-লালের শাড়ি, মাথায় টিকলি, বড় টিপ, ঠোঁটে লিপস্টিক। ঠিক যেন টুকটুকে বউ। চিনতে পারছেন বউবেশের এই ছোট্ট মেয়েটিকে। তিনি এখন টলিপাড়ার নায়িকা। একের পর এক হিট সিরিয়াল দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী।

ডিভোর্স হয়েছে এক বছর আগে, বউয়ের সাজে টলিপাড়ার নায়িকাকে চিনতে পারছেন?

Follow Us

মাথায় ভেল, পরনে সাদা-লালের শাড়ি, মাথায় টিকলি, বড় টিপ, ঠোঁটে লিপস্টিক। ঠিক যেন টুকটুকে বউ। চিনতে পারছেন বউবেশের এই ছোট্ট মেয়েটিকে। তিনি এখন টলিপাড়ার নায়িকা। একের পর এক হিট সিরিয়াল দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে।

প্রায় এক বছর হতে চলল স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে অভিনেত্রীর। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? তিনি হলেন ছোট পর্দার অভিনেত্রী নবনীতা দাস। মঙ্গলবার সেই ছোটবেলায় ফিরে গেলেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করেন নবনীতা। নায়িকার ছোটবেলার ছবি এ দিন সমাজমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল। কেউ কেউ তো আবার চিনতেই পারেনি নবনীতাকে। তবে এটা কি কোনও অনুষ্ঠানের ছবি? না তা অবশ্য জানা যায়নি।

২০২৩ সালের মাঝে আচমকাই এসেছিল খবরটা। নিজের ফেসবুকেই প্রথম পোস্ট করেন নবনীতা। যে স্বামী জীতুর সঙ্গে তিনি আর সম্পর্কে নেই। সংসার ভেঙেছে তাঁদের। যদিও ডিভোর্স প্রসঙ্গে নায়ক অবশ্য় একটা শব্দও খরচ করেননি। তবে নবনীতা প্রথমেই স্পষ্ট করেছিলেন যে আর সম্পর্কে নেই তাঁরা। উল্লেখ্য, চলতি বছরে নতুন বাড়িও কিনেছেন অভিনেত্রী। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। মাঝে অন্য এক জনের সঙ্গে নবনীতার সম্পর্ক প্রসঙ্গেও আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু তা যে শুধুই বন্ধুত্ব সে কথা বার বার বলেছেন অভিনেত্রী।

 

Next Article