‘অকৃত্রিমতা বিরল…’, যশকে চেনা ছন্দে ফিরতে দেখে খুশি ভক্তরা

May 10, 2021 | 10:30 PM

, নিজের হারে নিজেই এতটা অবাক হয়ে গিয়েছিলেন হার্টথ্রব যে সাংবাদিকদের সামনে আসতেও তাঁকে দেখা যায়নি। নির্বাচন শেষ। অভিনেতা যশ দাশগুপ্ত আবারও স্বমহিমায়। এত দিন তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়ছিল প্রচারের ছবি।

অকৃত্রিমতা বিরল..., যশকে চেনা ছন্দে ফিরতে দেখে খুশি ভক্তরা
যশ:

Follow Us

আত্মপ্রত্যয়ী ছিলেন তিনি। তাঁকে দেখে যুবতীর বাঁধভাঙা উচ্ছ্বাস, সেলফির আবদার সেই প্রত্যয়কে জোরালো করেছিল আরও বহুগুণ। কিন্তু শেষ হাসি হাসেননি তিনি নিজের কেন্দ্রে। তাঁর তারকা চমক ব্যর্থ হয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে হেরে গিয়েছেন যশ।

সূত্রের খবর, নিজের হারে নিজেই এতটা অবাক হয়ে গিয়েছিলেন হার্টথ্রব যে সাংবাদিকদের সামনে আসতেও তাঁকে দেখা যায়নি। নির্বাচন শেষ। অভিনেতা যশ দাশগুপ্ত আবারও স্বমহিমায়। এত দিন তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়ছিল প্রচারের ছবি।


কখনও মিঠুন চক্রবর্তীর সঙ্গে পায়ে পায়ে প্রচার আবার কখনও বা আকাশপথে প্রচারের অংশ হয়েছিলেন তিনি। সে সময় যশের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন ছিলেন তাঁর ‘ফ্যানকুল’। প্রিয় অভিনেতা নাকি আগের থেকে অনেক রোগা হয়ে গিয়েছেন– বলেছিলেন তাঁরা।
যদিও নির্বাচন শেষ হতেই আবার তিনি সেই হ্যান্ডসাম হাঙ্ক। তাঁর কমেন্ট সেকশন জুড়ে তরুণীর একটা রিপ্লাই পাওয়ার আকুল আবেদন। যশের সাম্প্রতিক পোস্টের ক্যাপশন বলছে, “নিজের মতো হও। কারণ অকৃত্রিমতা বিরল।”

আরও পড়ুন-‘অক্সিজেন মাস্ক কাজ করছে না’, হাসপাতালে রাহুলের শেষ ভিডিয়ো প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

যশের পোস্ট কি ইঙ্গিতবহ? উঠেছে প্রশ্ন। তবে সে সব প্রশ্নের মাঝেও তাঁর পেশীবহুল শরীর আর হালকা দাঁড়ির মোহে কাত ফ্যানেরা। সেখানে ক্লান্তি বা ফ্যানেদের ভাষায় রোগা হওয়ার ছাপ নেই। আছে শুধু গ্ল্যামারের মায়াজাল।

Next Article