দিওয়ালিতে সিনেমাহলগুলিকে যশ রাজের উপহার শাহরুখ-কাজল, অমিতাভ-রেখা
সূবর্ণ জয়ন্তীর সেলিব্রেশন আরও জমাটি করতে ‘যশ রাজ ফিল্মস’ হাত মেলালো পিভিআর সিনেমাজ, আইনক্স এবং সিনেমপলিস-এর মতো মাল্টিপ্লেক্স সংস্থার সঙ্গে।
TV9 বাংলা ডিজিটাল: ১৯৭০-২০২০। পাঁচ দশক ধরে সিলভার স্ক্রিনে স্বপ্ন বুনে যাচ্ছে তারা। যশ চোপড়ার প্রথম ছবি ‘দাগ—এ পোয়েম অফ লাভ’ থেকে ‘বান্টি বাবলি-২’। ৫০ বছরে ৮০টি ছবির প্রযোজক ‘যশ রাজ ফিল্মস’ (Yash Raj Films)। কত শত প্রতিভাবান পরিচালক, দাপুটে অভিনেতা-অভিনেত্রীর চিনিয়েছে ‘YRF’। ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর মুহূর্তগুলো রূপোলী পর্দায় যেন আরও মায়াবী হয়ে উঠেছে গত পাঁচ দশকে।
সূবর্ণ জয়ন্তীর সেলিব্রেশন আরও জমাটি করতে ‘যশ রাজ ফিল্মস’ হাত মেলালো পিভিআর সিনেমাজ, আইনক্স এবং সিনেমপলিস-এর মতো মাল্টিপ্লেক্স সংস্থার সঙ্গে। এ বছর দিওয়ালিতে যশ রাজ ফিল্মস রি-রিলিজ করতে চলেছে তাদের আইকনিক-ব্লকবাস্টার সব ছবি। নতুন এবং পুরনো ছবি মিলিয়ে তৈরি হয়েছে বিরাট তালিকা। ‘কভি কভি’, ‘সিলসিলা’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’ ‘বীর-জারা’ ‘বান্টি অউর বাবলি’ ‘রব নে বনা দি জোড়ি’ ‘এক থা টাইগার’ ‘যব তক হ্যায় জান’ ‘ব্যান্ড বাজা বারাত’ ‘সুলতান’ ‘মর্দানি’র মতো আরও অনেক ছবি রি-রিলিজ হতে চলেছে।
This Diwali, enjoy watching the biggest blockbusters on the big screen once again with YRF 50 Big Screen Celebrations across @_PVRCinemas, @INOXMovies and @IndiaCinepolis #YRF50 pic.twitter.com/rlzusEDbdY
— Yash Raj Films (@yrf) November 9, 2020
পঞ্চাশবছর পূর্তি উপলক্ষ্যে, ‘যশ রাজ ফিল্মস’-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছবি প্রদর্শনের জন্য এক্সিবিটরকে কোনও অর্থব্যয় করতে হবে না। ছবি প্রদর্শনকারী—অর্থাৎ হলগুলিকে সাহায্য করার কথা বলা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে কারণ দর্শকদের হলমুখী করতে টিকিটের দাম ধার্য করা হয়েছে ৫০ টাকা।
“দর্শকই ‘যশ রাজ ফিল্মস’-এর কেন্দ্রবিন্দু। তাই পঞ্চাশ বছর সেলিব্রেশন তাই এবার বড় পর্দাতে হবে। দর্শক ক্লাসিক এবং আইকনিক ছবিগুলো বড় পর্দায় উপভোগ করতে পারবে।” বললেন মানান মেহতা (সিনিয়র ভিপি মার্কেটিং অ্যান্ড মার্চেডাইসিং।
আরও পড়ুন: তেরো বছর পর দীপিকার পোস্টে ফিরল ‘শান্তিপ্রিয়া’
গৌতম দত্ত (সিইও, পিভিআর সিনেমাজ) বলেন, এই পদক্ষেপটি সিনেপ্রেমীদের তাদের প্রিয় সিনেমা দেখার পুরনো স্মৃতি আবার উস্কে দেবে। গৌতম আরও বলেন, “আমাদের কাছে এটা আনন্দের যে ‘কভি কভি’ এবং ‘সিলসিলার’ মতো ক্লাসিক ছবি থেকে ‘ওয়ার’ কিংবা ‘সুলতান’-এর মতো হিট ছবিকে আবার প্রদর্শন করার সুযোগ পেয়েছি। আমরা চাইছি দর্শক সুরক্ষিত এবং স্বাস্থ্যকর এক পরিবেশে আবার সেই অনবদ্য ছবিগুলো উপভোগ করুক।”
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর খোলা হল মুম্বইয়ের সিনেমাহল। প্রায় আট মাস পর দূরত্ববিধি, একাধিক স্বাস্থ্যবিধি, এমনকি আসন সংখ্যা ৫০ শতাংশ কমে গিয়ে জনসাধারণের জন্য সিনেমাহলগুলো খোলে।