সৃজিতের ছবিতে কিরণের ক্যামিও! কোন চরিত্রে দেখা যাবে কিরণকে?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 27, 2025 | 1:38 PM

Inside Story: কিরণ দত্ত অভিনয় করছেন, তাতে যেমন চমক রয়েছে, তেমনই সৃজিত ফিরছেন মঞ্চে। মার্ক্স ইন কলকাতা নাটকে কার্ল মার্ক্সের ভূমিকায় দেখা যাবে জয়ন্ত কৃপলানীকে। মেফিস্টোফিলিসের ভূমিকায় থাকছেন সৃজিত।

সৃজিতের ছবিতে কিরণের ক্যামিও! কোন চরিত্রে দেখা যাবে কিরণকে?

Follow Us

ইউটিউবার কিরণ দত্তর সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সখ্য রয়েছে। কিরণ কিছুদিন আগেই সৃজিতের সহযোগী পরিচালক হিসাবে কাজ করতে চেয়েছিলেন। তবে ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবির শুটিং চলছিল যখন, তখন কিরণ একটু ব্যস্ত হয়ে পড়েন। তাই সেই সময়ে সৃজিতের টিমে কাজ করতে পারেননি। তবে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’-তে ক্যামিও করেছেন কিরণ। এই ছবিতে ক্যামিও যাঁরা করেছেন, তাঁদের নামগুলো তাক লাগিয়ে দেওয়া। অনন্যা চট্টোপাধ্যায় থেকে অঙ্গনা রায়, শ্রুতি দাস থেকে রোশনি ভট্টাচার্য, কে নেই সেখানে। আবার অঙ্কুশকে কৌশানীর সঙ্গে একটা গানে দেখা যাবে। প্রশ্ন হলো, কিরণকে কোন চরিত্রে দেখা যাবে? প্রযোজনা সংস্থা বা পরিচালকের তরফে এই ব্যাপারে কিছু খোলসা করা হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেল, কিরণকে নাকি কিরণ দত্ত রূপেই দেখা যাবে ছবিতে। কীভাবে গল্পে তাঁর চরিত্রটি থাকবে, সেটা জানতে ১১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ওই দিন মুক্তি পাবে ‘কিলবিল সোসাইটি’।

কিরণ দত্ত অভিনয় করছেন, তাতে যেমন চমক রয়েছে, তেমনই সৃজিত ফিরছেন মঞ্চে। মার্ক্স ইন কলকাতা নাটকে কার্ল মার্ক্সের ভূমিকায় দেখা যাবে জয়ন্ত কৃপলানীকে। মেফিস্টোফিলিসের ভূমিকায় থাকছেন সৃজিত। ১৬ বছর পর পেশাদার ইংরেজি থিয়েটারে ফিরছেন সৃজিত। কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে TV9 বাংলাকে সৃজিত বললেন, ‘২০০৪ থেকে ২০০৮ সালে পেশাদার ইংরেজি থিয়েটার নিয়মিত করেছি। তাই এটা ঘরে ফেরার মতো। প্রচুর রিহার্সাল, ব্লকিং, লাইট রিহার্সাল করতে হবে। প্রস্তুতি বলতে চরিত্রের মধ্যে ঢোকা, সেই প্রশিক্ষণ নেওয়া, যেটা এক সময়ে নিয়েছিলাম, এসব দিকেই নজর দেবো। পরিচালকের ভূমিকাও থাকবে। যদিও থিয়েটার প্রধানত অভিনেতার মাধ্যম। কিন্তু পরিচালক ঠিক কী চাইছেন, সেটা জেনে নেব।’