রতন টাটার জীবনকে ঘিরে এবার ছবি! মুখ্য চরিত্রে কে?

Ratan Tata: ৯ অক্টোবর রাতে আসে খবরটা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা গোষ্ঠীর অন্যতম কাণ্ডারী রতন টাটা। তাঁর মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এর মধ্যেই নতুন ঘোষণা! টাটা সন্সের তরফে অনুমতি মিললে তৈরি হবে রতন টাটার জীবনী চিত্র।

রতন টাটার জীবনকে ঘিরে এবার ছবি! মুখ্য চরিত্রে কে?
তোমার দিকে ছোড়া পাথরগুলি সংগ্রহ করো এবং তা দিয়েই ইমারত তৈরি করো।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 5:55 PM

৯ অক্টোবর রাতে আসে খবরটা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা গোষ্ঠীর অন্যতম কাণ্ডারী রতন টাটা। তাঁর মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। তাঁর মানবিকতা, দুরদর্শিতার কথাই বার বার মনে পড়ছে সবার। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর দেশের প্রত্যেকটি মানুষের মন খারাপ। এরই মধ্যে নতুন একটি ঘোষণা করলেন পুনিত গোয়েনকা জি এন্টারটেনমন্ট এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। অনেকের জন্য রতন টাটা হলেন আদর্শ লিডার। এবার তাঁর জীবনীকে কেন্দ্র করে সিনেমা তৈরির কথা জানানো হল জি এন্টারটেনমেন্টের তরফে। তাঁর জীবন, তাঁর লেগাসি গোটা বিশ্বের সকলের কাছে পৌঁছন উচিত। প্রতিটি মানুষের জীবনযাত্রায় তাঁর ঠিক কী অবদান। সেটাই সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য।

তাহলে প্রশ্ন হল রতন টাটার চরিত্রে অভিনয় করবেন কে? না বিষয়টা সে ভাবে তৈরি হবে না। আসলে জি এন্টারটেনমেন্টের তরফে ঘোষণা করা হয়েছে একটি তথ্য চিত্রের। যে ছবিতে তুলে ধরা হবে তাঁর গোটা জীবনকে। এই প্রসঙ্গে জি স্টুডিয়োর চিফ বিজনেস অফিসার উমেশ বনশল বলেন, “আমরা গর্বিত যে রতন টাটার জীবনকে কেন্দ্র করে একটি জীবনী চিত্র বা তথ্য চিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমাদের কর্তব্য এই মহান ব্যক্তিত্ব এবং তাঁর উত্তরাধিকারকে উদযাপন করা। আমি এটা নিশ্চিত করতে চাই এই ছবির মাধ্যমে মিস্টার রতন টাটাকে আমরা যথাযথ সম্মান দেব।” টাটা সনস-এর তরফ থেকে অনুমতি পেলেই জি-এর তরফে এই কাজ শুরু হবে। এই তথ্যচিত্র থেকে যা লাভ হবে সবটাই সামাজিক কাজ এবং গরীবদের সাহায্যের জন্য দান করা হবে।

শুধু মানুষদের সাহায্য নয়, তাঁর পোষ্যপ্রেমের কথাও কারও অজানা নয়। মুম্বইয়ের তাজমহল হোটেলে পথকুকুরদের তাড়িয়ে দেওয়া বা বাজে ব্যবহার করার কোনও অনুমতি ছিল না। তাদের জন্য তাজের দরজা সব সময় খোলা থাকত।